Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রোতামহলে ‘ঘোর’ তৈরি করলেন তারা


১৩ আগস্ট ২০১৮ ২১:০৩ | আপডেট: ১৩ আগস্ট ২০১৮ ২১:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোর

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। প্রথম এই অনুভূতিগুলো ঘোরের মতো। প্রিয় মানুষকে দেখতে চাওয়ার আকুতি। সবসময় তাকে নিয়েই ভাবনা। পাঠ্য বই কিংবা লেখার খাতা, সবজায়গায় ভেসে ওঠে যেন তারই মুখ। এই যে অনুভূতির ঘোর, সেই ঘোরে যেন আবার পড়ে গেলেন শ্রোতা-দর্শকরা।

সোমবার (১৩ আগস্ট) জি-সিরিজের ব্যানারে অনলাইনে প্রকাশ পেয়েছে ‘ঘোর’ শিরোনামের গান। আর এই গানেই সব বয়সী মানুষ তাদের প্রথম ভালোবাসার ঘোরে বুদ হয়ে যেতে পারেন। গানের কথা এমন, ‘এই যে এমন লাগে/ কেমন যেন ওলট পালট/ একে কি ভালোলাগা না ভালোবাসা বলে/ এটা কি শুধু আমারি হয়/ নাকি তোরও এমনি হয়’।


আরও পড়ুন :  ৫৫ হতেন শ্রীদেবী


গানের কথা লিখেছেন দেশের জনপ্রিয় গীতিকার-সুরকার প্রিন্স মাহমুদ। গানে কণ্ঠ দিয়েছেন তপু ও কনা। গানটির অডিও ভার্সন প্রকাশ পায় গত রোজার ঈদে। আর ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ পেয়েছে গানের মিউজিক ভিডিও।

বিজ্ঞাপন

গানের কথার সঙ্গে মিল রেখে দুই তরুন-তরুনীর প্রথম ভালোবাসার একটি গল্প বলা হয়েছে। তবে মজার বিষয়টা হলো গানের একটি অংশে দেখা গেছে প্রিন্স মাহমুদ, তপু ও কনাকে। খুব অল্প সময়ের জন্য হলেও তারা অংশ নিয়েছেন গানের মডেলদের সঙ্গে।

গানটির লিংক: https://www.youtube.com/watch?v=x77uWDlHBMU

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

৬৪ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ
১৫ ডিসেম্বর ২০২৫ ১১:৪৫

আড়ংয়ে চাকরির সুযোগ
১৫ ডিসেম্বর ২০২৫ ১১:২২

আরো