Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাঁদলেন কেন বিবার?


১০ আগস্ট ২০১৮ ১৪:১১

বিবার

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

কদিন আগেই বাগদান সাড়লেন জাস্টিন বিবার ও হেইলি বল্ডউইন। বাগদানের পর আবার উড়ে গিয়েছিলেন বাহামায়। কদিন বেশ আনন্দও করেছেন দুজনে। ফেরার পর হঠাৎ করেই বদলে গেলেন বিবার। সেদিন তো প্রকাশ্য রাস্তায় কেঁদেই ফেললেন! এরপর থেকেই শুরু হলো আলোচনা, কি এমন হলো দুজনের মধ্যে যে ওমন করে কাঁদলেন বিবার?

মঙ্গলবার (৭ আগস্ট) ম্যানহাটনের রাস্তায় সাইকেল চালাতে বের হয়েছিলেন বিবার ও হেইলি। তখন নাকি মানসিক ভাবে এতোটাই বিদ্ধস্ত ছিলেন বিবার যে সবার সামনেই কান্না করে ফেলেন। হেইলি তখন বিবারকে সান্ত্বনা দেন। পরে দুজনে রাস্তার পাশের একটা রেস্তরায় বিরতি নেন। সেখানে আবার হেইলিকে কাঁদতে দেখা যায়। যা দুজনের মধ্যে সম্পর্কের অবনতির ইঙ্গিতই দেয়।

তিন দিন পর বিবার অবশ্য নিজেই প্রকাশ করেছেন সেদিনের কান্নার কারণ। জানিয়েছেন, একান্ত ব্যাক্তিগত একটা কারণে বিষন্ন ছিল তার মন। সেদিন হঠাৎ করেই বিষন্নতা কান্নায় রূপান্তরিত হয় বিবারের। ফলে নিজেকে লুকানোর আগেই কেঁদে ফেলেন তিনি।

বিবার ও হেইলির বিয়ে নিয়ে অনেকেই বেশ সংশয়ে আছেন। কেন এতো তাড়াহুড়ো করছেন সেটা নিয়ে প্রশ্ন অনেক। সমালোচকরা বলছেন, হেইলির গর্ভে সন্তান চলে আসার ফলেই সম্পর্কটা বিবাহে গড়াচ্ছে। যেটা কোন ভাবেই মানতে পারছেন না বিবার। কারণ হেইলিকে তিনি ভালবেসেই বিয়ে করছেন। আবার সমালোচকদের টিপ্পনীও ঠিকমতো হজম করতে পারছেন না।

বিবার বলেছেন, ‘আমি চমৎকার একজন স্বামী হবো। আমার আর হেইলির সম্পর্কটা অনুকরণীয় হবে সবার জন্য। এখন যারা আমাদের সমালোচনা করছেন, তারা তখন লজ্জিত হবেন।’ বিবারের মতো একই মত দিয়েছেন প্রেমিকা হেইলি বল্ডউইনও।

বিজ্ঞাপন

বন্ধু হিসেবে বিবার অবশ্য চমৎকার। সাবেক প্রেমিকা সেলেনা গোমেজও এটা স্বীকার করেন। কারণ বিবার সবসময় তাকে আগলে রাখার চেষ্টা করতো। এখন দেখার বিষয় স্বামী হিসেবে কেমন হয় বিবার।

সারাবাংলা/টিএস/পিএ

জাস্টিন বিবার হেইলি বল্ডউইন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর