Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গাঙচিল’- এ আইটেমকন্যা ঋতুপর্ণা


৭ আগস্ট ২০১৮ ১৭:৫০ | আপডেট: ৭ আগস্ট ২০১৮ ১৮:৪৭

ঋতুপর্ণা সেনগুপ্ত

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার অভিনেত্রী হলেও বাংলাদেশের একাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। কখনও তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছেন, আবার কখনও অতিথি চরিত্রে। বাংলাদেশের প্রতি আলাদা আবেগ থাকায় যেকোন ধরনের চরিত্রে তিনি অভিনয় করতে রাজি হয়ে যান অনায়াসে।

নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘জ্যাম’ ছবিতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ঋতুপর্ণা। একই পরিচালকের আরও একটি ছবিতে অভিনয় করবেন তিনি। তবে কেন্দ্রীয় চরিত্রে নয়, আইটেমকন্যা হয়ে পর্দায় দর্শকদের সামনে হাজির হবেন তিনি। ছবির নাম ‘গাঙচিল’। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এর উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি।


আরও পড়ুন :  এবার ঈদে ছোট কাকু থাকছেন কুমিল্লায়


এ প্রসঙ্গে নঈম ইমতিয়াজ নেয়ামুল সারাবাংলাকে বলেন, ‘গল্পের প্রয়োজনে ঋতুপর্ণা পর্দায় হাজির হবেন। ঋতুপর্ণা যে চরিত্রে অভিনয় করবেন, তেমন চরিত্র উপন্যাসে নেই। কিন্তু এমন প্রায়ই হয় যে হঠাৎ করেই কোনো এক চরিত্রের প্রয়োজন হয়, যেমন আইটেম গান। ছবির আইটেম গানে তাকে দেখা যাবে।’

এর আগে ঋতুপর্ণা ‘এক কাপ চা’ ছবিতে আইটেম গানে নেচেছিলেন। সেটিরও পরিচালক ছিলেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।

ছবি: আশীষ সেনগুপ্ত

সারাবাংলা/আরএসও/পিএ

ঋতুপর্ণা সেনগুপ্ত ওবায়দুল কাদের গাঙচিল নঈম ইমতিয়াজ নেয়ামুল পূর্ণিমা ফেরদৌস আহমেদ