বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান অভিনয় শিল্পী সংঘ’র
৫ আগস্ট ২০১৮ ২২:১৯ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ১৪:১১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে চলা শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।
রোববার (৫ আগস্ট) সংগঠনটির সভাপতি শহিদুল আলম সাচ্চু ও সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দেন।
আরও পড়ুন : চারদিনের রিমান্ডে অভিনেত্রী নওশাবা
এতে বলা হয়, অভিনয় শিল্পী সংঘ একটি অরাজনৈতিক পেশাজীবী সংগঠন। বর্তমানে ‘নিরাপদ সড়ক চাই’ যে আন্দোলন তা যৌক্তিক এবং আমরা অভিনয় শিল্পীরা এর সঙ্গে আছি। আমরা অভিনয় শিল্পীরা অনেকেই ব্যক্তিগতভাবে ঢাকার বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং সহমর্মিতা জানিয়েছেন। আমরা প্রধানমন্ত্রীকে কোমলমতি ছাত্র-ছাত্রীদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়ায় তাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সংগঠনের অন্তর্ভুক্ত সব অভিনয় শিল্পীদের বিশেষভাবে অনুরোধ জানাই, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো রকম বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ না করার জন্য।
সারাবাংলা/এটি