প্রকাশ্যে এলেন ‘মা’ কাজল
৫ আগস্ট ২০১৮ ১৮:৫১ | আপডেট: ৫ আগস্ট ২০১৮ ১৯:০৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
‘হেলিকপ্টার এলা’ শিরোনামে ছবি নির্মাণ করছেন প্রদীপ সরকার। এই সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে খুব। কারণ এলায় মা চরিত্রে অভিনয় করছেন কাজল। যিনি দুই বছর আগেও ‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকার চরিত্রে। বলিউডের এক সময়ের জনপ্রিয় এই নায়িকাকে মায়ের চরিত্রে দেখতে বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।
‘হেলিকপ্টার এলা’ ছবিতে কাজল অভিনয় করছেন একলা মায়ের চরিত্রে। একমাত্র সন্তানকে সামান্য সময়ের জন্যও চোখের আড়াল করতে নারাজ। এজন্য গিয়ে ভর্তি হন ছেলের স্কুলেও। তবে এই খুনসুটি ও দায়িত্ববোধের সম্পর্কের ভেতরেও একটা সময় ঢুকে পড়ে বিষাদ। মায়ের ওপর অভিমান করে ছেলে ছেড়ে যায় ঘর। এটিই এলার গল্প। সিনেমাটিতে কাজলের ছেলের চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা ঋদ্ধি সেন।
আরও পড়ুন : ‘অপারেশন জ্যাকপট’ এর মহরত সেপ্টেম্বরে
হেলিকপ্টার এলায় কাজল, ঋদ্ধি ছাড়াও অভিনয় করেছেন নেহা ধূপিয়া, টোটা রায় চৌধুরী। অন্তর্জালে ছবিটির প্রথম ঝলক প্রকাশ পেয়েছে রোববার। সেখানেই দর্শককে গল্পের ধারণাটা দিয়ে রেখেছেন প্রদীপ। বুঝিয়ে দিয়েছেন, কাঁদতে চাইলে এই সিনেমা দেখা কতোটা জরুরী। এলা প্রযোজনা করেছে অজয় দেবগন।
এলা সিনেমার গল্প নেয়া হয়েছে আনন্দ গান্ধীর গুজরাটি নাটক ‘বেটা কাগডো’ নাটক থেকে। চিত্রনাট্য লিখেছেন গান্ধী ও মিতেশ শাহ। আনন্দ গান্ধী জানিয়েছেন এই সিনেমার গল্প নিজের মায়ের সঙ্গে সম্পর্কের সূত্র থেকে নিয়েছেন। এটি লিখতে তার সময় লেগেছে বারো বছরেরও বেশি সময়।
সারাবাংলা/টিএস/পিএ