সাড়ে তিনশ বছর আগের এক চরিত্রে অজয়
৩ আগস্ট ২০১৮ ১৪:০০ | আপডেট: ৩ আগস্ট ২০১৮ ১৪:০২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ভারসাম্যপূর্ণ জীবন যাপন করেন অজয় দেবগন। রিল লাইফের সঙ্গে কখনও রিয়েল লাইফ মিলিয়ে ফেলেন না তিনি। প্রতিটি সিদ্ধান্ত তিনি খুব ভেবে চিন্তে নেন। সেকারণেই কমে গেছে বড় পর্দায় তার উপস্থিতি। সবশেষ চলতি বছর তিনি ‘রেইড’ ছবিতে দর্শকদের সামনে হাজির হয়েছেন অজয়। বক্স অফিসে সফলতাও পায় ছবিটি।
তবে বৈচিত্রপূর্ণ চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেয়ার স্বভাব রয়েছেন অজয়ের। তেমনি এক চরিত্র নিয়ে ফিরছেন তিনি। মারাঠি ইতিহাসের উজ্জ্বল নাম তানাজি মালুসারে। প্রায় সাড়ে তিনশ বছর আগে সিনহাগাদের যুদ্ধে তার প্রবল বিক্রমের কারণে আজও কিংবদন্তি হয়ে আছেন তিনি। সেই বীর যোদ্ধার বায়োপিক রূপালি পর্দায় নিয়ে আসছেন অজয় দেবগন।
ছবির কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির নাম ‘তানাজি’। এটি পরিচালনা করবেন ওম রাউত। গুরুত্বপূর্ণ চরিত্র উদয়বান্ধব রাথোরের চরিত্রে সাইফ আলি খানের অভিনয় করার কথা রয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি বছরের ২৫ সেপ্টেম্বরে ছবির শুটিং শুরু হবে। অজয় দেবগনের সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছের টি সিরিজের কর্ণধার ভূষণ কুমার। তিনি এখন লন্ডনে অবস্থান করছেন। জানা গেছে সেখানে তিনি ছবির বিষয়ে অজয় দেবগনের সঙ্গে আলোচনা করছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিতব্য ছবিটি ২০১৯ সালে মুক্তি পাবে।
সারাবাংলা/আএসও/পিএ