Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেবী’ নিয়ে পোশাক


৩ আগস্ট ২০১৮ ১২:৩৭

দেবী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

হলিউড কিংবা বলিউডে চলচ্চিত্রের কোনো চরিত্র কিংবা নাম নিয়ে পণ্য তৈরি ও বাজারজাতের প্রচলন লক্ষ্য করা যায়। কিন্তু দেশের চলচ্চিত্রের কোনো চরিত্র বা ছবির নাম দিয়ে পোশাকের নামকরণ করার ঘটনা নেই বললেই চলে। এবার ঘটেতে যাচ্ছে সেই ঘটনা। ‘দেবী’ নামে পাওয়া যাবে পোশাক।

ফ্যাশন হাউজ বিশ্বরঙ বাজারে আনছে ‘দেবী’ নামের পোশাক। এ প্রসঙ্গে ছবির প্রযোজক জয়া আহসান জানান, দেবী সিনেমার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাকের (শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী ইত্যাদি) প্রদর্শনী আসছে ১৬ আগস্ট থেকে শুরু হবে। সুতি কাপড়কে প্রাধান্য দেয়া ছাড়াও ফ্যাশন প্রেমীদের চাহিদা অনুসারে এন্ডি, হাফসিল্ক কাপড়ের ব্যবহার রয়েছে। এসব পোশাকে টাইপোগ্রাফি, নকশায় গ্রাফিক্যাল ফর্ম, দেবী চলচ্চিত্রের নামলিপি সহ স্থিরচিত্রের ভিন্ন ভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত করা হয়েছে পোশাকের জমিনকে।

দেবী

বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা বলেন, হুমায়ুন আহমেদের দেবী উপন্যাসের মত সব বয়সী মানুষের জন্য বিশ্বরঙ-এর এই আয়োজনের প্রতিটি পোশাকই যে কারো সংগ্রহে রাখার মত হবে। আসছে ১৭ আগস্ট যমুনা ফিউচার পার্কে দেবী চলচ্চিত্র নিয়ে বিশেষ একটি ফ্যাশন শো’য়েরও আয়োজন করা হয়েছে।

১৬ আগস্ট থেকে ‘বিশ্বরঙ’-এর সব শো রুমে পাওয়া যাবে ‘দেবী’ পোশাক।

আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সরকারী অনুদান ও জয়া আহসানের ‘সি তে সিনেমা’ প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’। নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ কে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস।

বিজ্ঞাপন

মিসির আলি চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এছাড়া রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

সারাবাংলা/পিএ

অনম বিশ্বাস জয়া আহসান দেবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর