Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীর কাপুর হচ্ছেন গুলশান কুমার!


৩১ জুলাই ২০১৮ ১৩:২০ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ১৩:৪৭

গুলশান কুমার

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ভারতীয় সংগীত অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গুলশান কুমার। তাকে সংগীত জগতের মুঘল বলা হয়। তার জীবনি নিয়ে বলিউডে ছবি নির্মিত হওয়ার খবরটি পুরনো। যেটি প্রযোজনা করবে টি-সিরিজ এবং সহ প্রযোজক হিসেবে থাকছেন আমির খান। ছবির নাম ‌‘মুঘল’। প্রাথমিকভাবে গুলশান কুমারের চরিত্রে বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের অভিনয় করার কথা ছিল। কিন্তু অক্ষয় পরবর্তীতে ছবিটি থেকে সরে দাঁড়ান। তারপর থেকেই সবাই খুঁজছিলেন কে অভিনয় করবেন গুলশান কুমারের চরিত্রে?

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম ডিএনএ জানিয়েছে গুলশান কুমারের চরিত্রে অভিনয় করার জন্য রণবীর কাপুরকে প্রস্তাব দেয়া হয়েছে। এ প্রসঙ্গে টি-সিরিজের প্রধান কর্তা ভূষণ কুমার জানিয়েছেন, ‘আমরা এখনও কেন্দ্রীয় চরিত্র চূড়ান্ত করিনি। আমরা একজন তরুণ তারকা অভিনেতাকে চূড়ান্ত করতে চাই। রণবীর কাপুর আমার এবং আমির খানের প্রথম পছন্দ।’

ছবিটি নিয়ে বণবীর কাপুরের সাথে আলোচনা হলেও কোনরকম সিদ্ধান্তে এখনও পৌঁছায়নি বলে জানান ভূষণ কুমার। তবে আমির খানের সঙ্গে রণবীর কাপুরের সু-সম্পর্কের কারণে রণবীর ছবিটি করতে রাজি হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে অক্ষয় কুমারের নামসহ ‌‘মুঘল’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারটি প্রকাশের পর সবার মধ্যে আগ্রহ তৈরী হয় ছবিটি ঘিরে। প্রথমে টি-সিরিজ একা ছবিটি প্রযোজনা করতে চাইলেও আমির খান সহ-প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার পর চিত্রনাট্য পরিবর্তন করা হয়। পরিবর্তিত চিত্রনাট্য পছন্দ না হওয়ার কারণেই ছবি থেকে সরে দাঁড়ান অক্ষয় কুমার।

‘মুঘল’ থেকে নিজের সরে দাঁড়ানো সম্পর্কে অক্ষয় সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘আমি ছবিটি করছি না। কারণ পরিবর্তিত চিত্রনাট্য আমার ভালো লাগেনি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন : যে কারণে ‘ভারত’ ছাড়লেন প্রিয়াঙ্কা


দিল্লির একজন সাধারণ ফলের রস বিক্রেতার ঘরে জন্ম হয়েছিল গুলশান কুমারের। পরবর্তী সময়ে তিনি হয়েছিলেন ভারতের সংগীত জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ১৯৯৭ সালে এক মন্দিরের বাইরে সন্ত্রাসীদের গুলিতে মারা যান তিনি। ২০০১ সালে বিনোদ জগদীপ নামের এক ব্যক্তি গুলশান কুমারকে হত্যা করেছেন বলে দোষ স্বীকার করেন।

গুলশান কুমার কয়েকটি চলচ্চিত্রও প্রযোজনা করেন। ছবিগুলোর মধ্যে অন্যতম ‘লাল দোপাট্টা মাল মাল কা (১৯৮৬)’, ‘আশিকী (১৯৯০), ‘দিল হ্যায় কি মান্তা নেহি’, ‘মেরা কা মহান’ এবং ‘জিনা মারনা তেরে সাঙ্গ’।

সারাবাংলা/আরএসও/পিএ/পিএম

অক্ষয় কুমার আমির খান গুলশান কুমার টি সিরিজ মুঘল রণবীর কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর