টিভি নয়, ইউটিউবে গেলো নাটক
২৯ জুলাই ২০১৮ ১৮:২৪ | আপডেট: ২৯ জুলাই ২০১৮ ১৮:৩৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
টেলিভিশনে যে নাটক দেখানো হয়, সেগুলো পরে দেয়া হয় ইউটিউবেও। এটা এখন একরকম নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে সেই নিয়মের সামান্য ব্যতিক্রম করলেন পরিচালক হান্নান শাহ। ‘আকাশ হতে চাই’ শিরোনামের একটি নাটক নির্মাণ করে তিনি প্রথমেই দিয়েছেন ইউটউবে।
ইউটিউব টেলিভিশনের চেয়ে জনপ্রিয় কারণ এখানে নাটক দেখতে গিয়ে বিজ্ঞাপন দেখতে হয় না। আবার জনপ্রিয়তা পেলে প্রযোজকের পকেটে টাকাও জমা হয়। এ কারণে দর্শক-নির্মাতা সবার কাছেই মাধ্যমটি বেশ জনপ্রিয়।
দর্শকদের আগ্রহের কথা ভেবেই অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি টিভিতে সম্প্রচারের আগেই ইউটিউবে প্রচার করলো তাদের বিশেষ নাটক ‘আকাশ হতে চাই’। নাটকটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী পাপ্পু। চিত্রনাট্য লিখেছেন মাহফুজ ইসলাম।
‘আকাশ হতে চাই’ মূলত ত্রিভূজ প্রেমের নাটক। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বিপরীতে আছেন দুই অভিনেত্রী লামিয়া মিমো ও সাদিকা স্বর্ণা। ২৮ জুলাই রাতে নাটকটি উন্মুক্ত করা হয় সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
সারাবাংলা/টিএস /পিএম