Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খলনায়িকা কারিনা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১ জানুয়ারি ২০২৬ ১৯:২৬

হাসি, হুল্লোড় আর অপ্রত্যাশিত কাণ্ডকারখানার যে দুনিয়ায় ঢুকলেই দর্শক ভুলে যান বাস্তবের সব ক্লান্তি— সে দুনিয়াটার নাম ‘গোলমাল’। বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি আবারও ফিরতে চলেছে বড় পর্দায়। ঘোষণা এসেছে ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তির। তবে এবার শুধু পরিচিত হাস্যরস নয়, গল্পের বাঁকে থাকছে একেবারে ভিন্ন স্বাদ ও বড় চমক।

এই চমকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কারিনা কাপুর খান। দীর্ঘ বিরতির পর ‘গোলমাল’-এ ফিরছেন তিনি, তাও আবার নায়িকা নয়—খল চরিত্রে! বলিউড কমেডিতে কারিনার উপস্থিতি নতুন নয়, তবে তাকে নেতিবাচক চরিত্রে দেখার সম্ভাবনাই ‘গোলমাল ৫’-কে শুরু থেকেই আলোচনার শীর্ষে তুলে দিয়েছে।

বিজ্ঞাপন

বরাবরের মতোই ‘গোলমাল ৫’-এর পরিচালনার দায়িত্বে রয়েছেন রহিত শেঠি। কমেডি ঘরানায় তার পারদর্শিতা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এবারের কিস্তিতে তিনি নাকি গল্প ও চরিত্র নির্মাণে আলাদা কিছু করতে চাইছেন। সূত্রের খবর, হাসির পাশাপাশি রহস্য ও টানটান নাটকীয়তাও থাকবে ছবির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে।

গল্পের কেন্দ্রে থাকবেন অজয় দেবগণ। আগের মতোই গোপাল চরিত্রে তাকে দেখা যাবে—যে চরিত্রটি ‘গোলমাল’ মানেই দর্শকের চোখে ভেসে ওঠে। অজয় ও রহিত শেঠির এই জুটি বলিউডে একের পর এক হিট উপহার দিয়েছে, ফলে নতুন ছবিটি নিয়ে প্রত্যাশার পারদ স্বাভাবিকভাবেই তুঙ্গে।

‘গোলমাল ৫’-এর আরেকটি বড় আকর্ষণ এর কাস্টিং। অজয় দেবগণ ও কারিনা কাপুরের পাশাপাশি ছবিতে থাকছেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কোনাল খেমু, জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারি—এমনকি আরও বেশ কয়েকজন পরিচিত মুখ।

সবচেয়ে আলোচিত গুঞ্জন হলো শরমন যোশীর প্রত্যাবর্তন। ২০০৬ সালে প্রথম ‘গোলমাল’ ছবিতে তার অভিনয় আজও দর্শকের মনে দাগ কেটে আছে। যদি সত্যিই তিনি ফিরে আসেন, তবে এটিকে নিঃসন্দেহে পুরোনো ‘গোলমাল’ টিমের পূর্ণাঙ্গ রিইউনিয়ন বলা যায়।

কমেডি ঘরানার ছবিতে জনি লিভার, আশ্বিনী কালেশকর কিংবা মুকেশ তিওয়ারির মতো অভিনেতাদের উপস্থিতি মানেই বাড়তি বিনোদন। তাদের অভিনয়ের সময়জ্ঞান ও সংলাপ বলার দক্ষতা ‘গোলমাল’-এর মতো ছবিকে অন্য উচ্চতায় নিয়ে যায়—এমনটাই বিশ্বাস করছেন সিনেপ্রেমীরা।

‘গোলমাল ৫’-এর সবচেয়ে বড় চমক কারিনা কাপুরের চরিত্র। এখনো তার চরিত্রের বিস্তারিত প্রকাশ না পেলেও জানা গেছে, তিনি গল্পে গুরুত্বপূর্ণ নেতিবাচক ভূমিকায় থাকবেন। কমেডির ভেতরে খল চরিত্রে কারিনার উপস্থিতি ছবির হাস্যরসকে নতুন মাত্রা দেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কারিনার ক্যারিয়ারে এমন চরিত্র খুব বেশি দেখা যায়নি। ফলে এই সিদ্ধান্ত তার অভিনয়জীবনের জন্যও একটি নতুন পরীক্ষা।

যদিও পুরুষ চরিত্রগুলোর বেশির ভাগই চূড়ান্ত, তবে এখনো নিশ্চিত হয়নি অজয় দেবগণের বিপরীতে নারী প্রধান চরিত্রে কাকে দেখা যাবে। এই জায়গাটিও দর্শকদের কৌতূহল বাড়িয়ে রেখেছে।

সব মিলিয়ে বলা যায়, ‘গোলমাল ৫’ শুধু আরেকটি সিক্যুয়েল নয়—বরং পুরোনো স্মৃতির সঙ্গে নতুন চমকের মেলবন্ধন। হাসির ফোয়ারার মাঝেই লুকিয়ে থাকবে রহস্য, নাটক আর চমকপ্রদ অভিনয়। বড় পর্দায় আবারও ‘গোলমাল’—এই খবরই আপাতত যথেষ্ট দর্শকের মুখে হাসি ফোটানোর জন্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর