Thursday 01 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদায়ী বছরে তারকা অঙ্গনে ভাঙনের গল্প

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৬:২৪

দেখতে দেখতে আরেকটি বছর শেষ হয়ে শুরু হলো নতুন বছর। ২০২৫ সাল যেমন বিনোদন অঙ্গনে প্রেম, বিয়ে আর নতুন শুরু দেখিয়েছে, তেমনি অনেক তারকার জীবনে নিয়ে এসেছে নীরব বিচ্ছেদের গল্প। আলো-ঝলমলে পর্দার আড়ালে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বোঝাপড়ার অভাব কিংবা ভিন্ন পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত— সব মিলিয়ে বছরজুড়ে আলোচনায় ছিল বেশ কিছু ভাঙনের খবর।

দেশের শোবিজ থেকে শুরু করে বলিউড, হলিউড ও প্রতিবেশী দেশের বিনোদন অঙ্গন— বিচ্ছেদের এই গল্পগুলো যেন মনে করিয়ে দেয়, তারকার জীবনও শেষ পর্যন্ত মানুষের জীবনই।

ছয় বছরের সংসারে ইতি টানলেন কণা

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার ব্যক্তিগত জীবনে ২০২৫ ছিল এক গুরুত্বপূর্ণ মোড়। ভালোবেসে গড়া ছয় বছরের সংসার জীবনের ইতি টানেন তিনি। ১৬ জুন আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় কণা ও তার স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের। সম্পর্ক ভাঙার পেছনে বনিবনা না হওয়ার কথাই সামনে আসে।

বিজ্ঞাপন

তৃতীয় বিয়ের সমাপ্তি হৃদয় খান

সংগীতশিল্পী হৃদয় খান জানান তার তৃতীয় বিবাহ বিচ্ছেদের খবর। ২০১৭ সালে হুমায়রার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন তিনি। দীর্ঘ সাত বছরের বেশি সময় পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সেই সম্পর্কের ইতি টানেন এই শিল্পী।

আড়ালে থাকা সত্য সামনে এলো রাশেদ মামুন অপুর

অভিনেতা রাশেদ মামুন অপুর বিচ্ছেদের ঘটনাটি অনেকটাই ব্যতিক্রম। ছয় বছর আগেই তার সংসার ভেঙে গেলেও বিষয়টি প্রকাশ্যে আসে ২০২৫ সালের ডিসেম্বরে। তার স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমোর এক ঘোষণার মাধ্যমে দীর্ঘদিনের অগোচরে থাকা বাস্তবতা সামনে আসে।

শেষ কথা

২০২৫ মনে করিয়ে দিয়ে গেল— খ্যাতি, সাফল্য কিংবা আলোচনার শীর্ষে থাকাও ব্যক্তিগত জীবনের নিশ্চয়তা দিতে পারে না। সম্পর্ক ভাঙার গল্পগুলো কখনো নীরব, কখনো প্রকাশ্য; তবে প্রতিটিই মানুষের জীবনের বাস্তবতারই অংশ। বিদায়ী বছরে তারকা অঙ্গনের এসব বিচ্ছেদ তাই শুধু গসিপ নয়, সময়ের একখণ্ড মানবিক দলিলও বটে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

খলনায়িকা কারিনা!
১ জানুয়ারি ২০২৬ ১৯:২৬

নতুন বছরের ‘প্রপোজ’?
১ জানুয়ারি ২০২৬ ১৯:০৪

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর