ভারতীয় সংগীতজগতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু ও তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ এবার গড়াল আদালতে। প্রাক্তন স্ত্রীর করা একাধিক মন্তব্যকে মানহানিকর দাবি করে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন ‘মেলোডি কিং’ খ্যাত এই গায়ক। মামলায় তিনি ৩০ লাখ রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন এবং বিতর্কিত সাক্ষাৎকারগুলো ইন্টারনেট থেকে সরিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, বিচ্ছেদের প্রায় দুই দশক পর সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রীতা ভট্টাচার্য। তার দাবি ছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় শানু তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছিলেন। এমনকি খাবার ও চিকিৎসার খরচ পর্যন্ত দিতেন না বলেও অভিযোগ করেন তিনি। জীবন বাঁচাতে নিজের গয়না বিক্রি করতে হয়েছিল এমন দাবিও করেন রীতা। পাশাপাশি শানুর বিরুদ্ধে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন তিনি।
এই অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন কুমার শানু। তার ভাষ্য, এসব বক্তব্য তার চার দশকের দীর্ঘ সংগীতজীবনে গড়ে তোলা পরিচ্ছন্ন ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মামলার আবেদনে উল্লেখ করা হয়, রীতা ভট্টাচার্য বিভিন্ন বিনোদনভিত্তিক প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে তাকে হেয় করার চেষ্টা করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
কুমার শানুর আবেদনে আরও বলা হয়েছে, ২০০১ সালের ৯ ফেব্রুয়ারি বান্দ্রা ফ্যামিলি কোর্টে তাদের বিবাহবিচ্ছেদের সময় একটি শর্তে সম্মতি হয়েছিল ভবিষ্যতে কেউই একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ করবেন না। রীতার সাম্প্রতিক মন্তব্য সেই চুক্তিরও লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যমকে রীতা জানিয়েছেন, যে পরিমাণ অর্থের কথা আদালতে বলা হয়েছে, কুমার শানু তার চেয়ে অনেক বেশি পরিমাণ অর্থই চাওয়া হয়েছে। এক সাক্ষাৎকারে রীতা বলেছেন, ‘আমাকে ওর তরফ থেকে যে কাগজ পাঠানো হয়েছে, সেখানে ৫০ কোটি টাকা চাওয়া হয়েছে। আমি বুঝতে পারছি না, শানু কী ভাবে ভাবছে আমার এত টাকা আছে। সত্যিই দুঃখজনক। আমি খুবই অবাক। ও নিজের তিন সন্তানের মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে।’
উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরেই রীতা ভট্টাচার্যকে প্রথম আইনি নোটিশ পাঠান কুমার শানু। তবে তাতে কোনো সমাধান না হওয়ায় এবার সরাসরি আদালতের শরণাপন্ন হলেন তিনি। দীর্ঘ ২০ বছর পর প্রাক্তন এই দম্পতির আইনি লড়াই এখন বলিউড ও সংগীতপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।