ছবির শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। রোববার (২১ ডিসেম্বর) ভারতের রাজস্থানে ‘আওইয়ারাপন ২’ ছবির শুটিং চলাকালীন পেটে আঘাত পান ইমরান। শোনা যাচ্ছে, অনেক উঁচুতে ছিল শুটিং লোকেশন। আর সেখানেই শুটিং চলাকালীন পেটে মারাত্মক আঘাত পান ইমরান বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
জানা গেছে চোট এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভিতর রক্তক্ষরণ শুরু হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর ফের শুটিং ফ্লোরে ইমরান ফিরে এসে পুরোদমে কাজ শুরু করেছেন তিনি। এই দুর্ঘটনার কারনে শুটিংয়ে যাতে কোনও প্রভাব না পড়ে তা নিয়ে অত্যন্ত সচেতন থেকেছেন তিনি। যদিও তার স্বাস্থ্যের দিক মাথায় রেখেই ছবির টিমের তরফে শুটিং চালানো হচ্ছে বলেই খবর। যদিও অভিনেতাকে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
উল্লেখ্য, ইমরানের ‘আওয়ারাপন ২’ বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি। চলতি বছরের মার্চ মাসে নিজের জন্মদিনে এই ছবির সিক্যুয়েল আসার কথা ঘোষণা করেছিলেন ইমরান। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আওয়ারাপন’। সব ঠিক থাকলে এই ছবির সিক্যুয়েল মুক্তি পাবে আগামী ৩ এপ্রিল, ২০২৬।