বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা বিরল ঘটনা। দীর্ঘদিন ধরে এই জায়গাটি ছিল প্রায় অপ্রবেশযোগ্য। কিন্তু এবার সেই নীরব ভাঙন ঘটল। ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ প্রথমবারের মতো বলিউড প্রজেক্টের কেন্দ্রীয় চরিত্রে হাজির হচ্ছেন।
সনি লিভের ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে জিমি রয় চরিত্রে দেখা যাবে তাকে। সিরিজটির টিজারেই স্পষ্ট, পুরো গল্পের কেন্দ্রবিন্দু এই চরিত্র। টিজারে শুভকে দেখা গেছে চারটি ভিন্ন লুকে— কোনো দৃশ্যে ধূসর স্লিম কাট স্যুটে মার্জিত ভঙ্গিতে, অন্য দৃশ্যে সাদা ঝকঝকে স্যুটে নাচতে। প্রতিটি লুকেই ফুটে উঠেছে ১৯৭০-এর দশকের রেট্রো আবহ।
শুভ জানান, ‘জ্যাজ সিটি একটি বহুমাত্রিক গল্প, যেখানে সংলাপের পাশাপাশি সঙ্গীতও গল্প বলে। চরিত্রের অনুভূতি সংলাপের বাইরে ফুটে ওঠে।’ সত্যিই, টিজার দেখলে বোঝা যায় প্রতিটি মুহূর্তে সঙ্গীত, সংলাপ এবং নীরবতার সমন্বয়ে গল্পের আবহ তৈরি হয়েছে।
নির্মাতা সৌমিক সেন, যিনি ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে খ্যাত, নিজেই গল্প ও চিত্রনাট্য করেছেন। শুভর বিপরীতে দেখা যাবে সৌরসেনী মিত্র-কে, এছাড়া উপস্থিত রয়েছেন বলিউড ও টালিউডের আরও পরিচিত মুখ।
বিশেষ দিকটি হলো, ‘জ্যাজ সিটি’-তে আরিফিন অভিনয় করেছেন বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি— চারটি ভাষায়। সিরিজটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে আবর্তিত। দর্শকরা শুধু গল্প নয়, সেই সময়ের আবহও অনুভব করবেন।
সনি লিভ জানিয়েছে, সিরিজটি ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায়। এবার শুধু বাংলাদেশের নয়, পুরো দক্ষিণ এশিয়ার দর্শকরা অপেক্ষায় আছেন আরিফিন শুভকে নতুন ভূমিকায় দেখার জন্য।