মঞ্চে আসছে অবলোকন নাট্যদলের প্রযোজনা ‘গন্ধসূত্র’। অপু শহীদ-এর রচনা ও তৌফিকুল ইসলাম ইমন-এর নির্দেশনায় আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) প্রতিদিন সন্ধ্যা ৭টায় এই নাটকের ২টি প্রদর্শনী হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে।
এই নাটক প্রসঙ্গে নাটকটির নাট্যকার অপু শহীদ জানালেন, ‘সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটা নাটক লেখা ভাবনায় ছিল। সেক্ষেত্রে বলা যায় সমকালের বাংলাদেশের অভিজ্ঞতায় জারিত এক দগদগে নাটক গন্ধসূত্র। চোখ দিয়ে বা কান দিয়ে না হলে, গন্ধ দিয়ে দর্শক চিনে নিবে সময়কে। সময়টা সারা পৃথিবীতেই এখন এমন যে এই শোষণভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় ব্যক্তিকে কোনও না কোনও পক্ষের বলে দাগিয়ে দেয়া হয়।’
এই নাটকের নির্দেশক তৌফিকুল ইসলাম ইমন ‘গন্ধসূত্র’ প্রসঙ্গে বললেন, ‘দেখতে দেখতে অনেকগুলো নাটকের নির্দেশনা দেয়া হল। গন্ধসূত্র নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়ে ভিতরে কেমন একটা ধাক্কা লাগলো। এই নাটক মঞ্চে আনতে হবে। শুরু হলো মঞ্চ যাত্রা। সময়টাকে ধরতে চাচ্ছিলাম। এই নাটকের সময়টা শুধু আমাদের রাষ্ট্রের নয় বর্তমান বিশ্বের যেখানেই গণতন্ত্র ধ্বসে পড়ছে সেখানকার বাস্তবতা। পশ্চিমা বিশ্বের থিয়েটারের ভায়োলেন্স, সেক্স বা শারীরিক সম্পর্কিত শব্দ ও বাক্যের ব্যবহার আমাদের ভদ্র-সুশীল দর্শকের মুখোমুখি কতটা উচ্চারণ করা যায় দ্বিধায় ছিলাম। নাট্যকারের সাথে পরামর্শ করে নিয়ে কিছুটা পরিশীলিত করে নিতে হল।’
তিনি আরও জানালেন, ‘নাটকে নির্যাতিত এক নারী ব্যক্তিগত যন্ত্রণার বদলা নিতে চাইছে এর বিপরীতে দাঁড়িয়ে দুই পুরুষ চরিত্র নাটকীয় দ্বন্দ্বের সৃষ্টি করে। নাটকের শেষে এসে মেয়েটা এবং আগন্তুক এক ভয়ানক ডিসকোর্সে পৌঁছায়। রাষ্ট্রের রাজনৈতিক চরিত্রের বৈপরীত্যের কারণে সাধারণ নাগরিক একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়। নাটকটি পড়তে ভালো লেগেছে, করতে ভালো লেগেছে, আপনাদের দেখে ভালো লাগলে আমাদের সার্থকতা।’
‘গন্ধসূত্র’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নাসরিন অনু, সরওয়ার জাহান উপল, তৌফিকুল ইসলাম ইমন ও ডায়না। আলোক প্রক্ষেপণ- মো. মোখলেছুর রহমান, সেট ও প্রপস- মো. আবু বকর সিদ্দিকি, সংগীত- চার্লস নিলয় চৌধুরী, পোশাক- আইরিন পারভীন লোপা এবং পোষ্টার- রোকেয়া সুলতানা।