হলিউডের পর্দায় যিনি বারবার বিশ্বাস, মানবিকতা আর ভালোবাসার গল্প শুনিয়েছেন— সেই অভিনেতা ও পরিচালক রব রাইনারের জীবনের পরিসমাপ্তি ঘটল ভয়াবহ এক পারিবারিক ট্র্যাজেডিতে। নিজ ছেলের হাতেই স্ত্রীসহ খুন হয়েছেন এই কিংবদন্তি নির্মাতা— এ খবরে শোকস্তব্ধ হলিউড থেকে শুরু করে বিশ্বজুড়ে তার অগণিত ভক্ত।
রোববার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকার নিজ বাসা থেকে ৭৮ বছর বয়সী রব রাইনার ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় তাদের ৩২ বছর বয়সী ছেলে নিক রাইনারকে।
লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল জানান, রাতভর তদন্তের পর নিক রাইনারকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। চার মিলিয়ন ডলার জামিন নির্ধারণ করে তাকে হেফাজতে রাখা হয়েছে।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় একটি পার্টিকে কেন্দ্র করে বাবা-মায়ের সঙ্গে নিক রাইনারের তীব্র বাকবিতণ্ডা হয়। অতীতেও তিনি মাদকাসক্তিসহ নানা মানসিক ও ব্যক্তিগত সমস্যায় ভুগছিলেন বলে উল্লেখ করেছে একাধিক সূত্র।
পুলিশ জানায়, দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই নির্মম ঘটনা ঘিরে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
রব রাইনার ছিলেন হলিউডের এমন এক নাম, যিনি দর্শককে উপহার দিয়েছেন কালজয়ী সব সিনেমা। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— When Harry Met Sally, This Is Spinal Tap, The Princess Bride এবং A Few Good Men। চলচ্চিত্র ও টেলিভিশন জগতে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী এক ব্যক্তিত্ব।
রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন রব রাইনার। প্রগতিশীল রাজনীতির একজন স্পষ্ট কণ্ঠস্বর হিসেবে তিনি পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গভীর শোক প্রকাশ করেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘রব রাইনার আমাদের এমন সব গল্প উপহার দিয়েছেন, যা মানুষের ভেতরের ভালো দিকটাকে বিশ্বাস করতে শেখায়।’
হলিউডের বহু তারকা ও রাজনীতিক এই দম্পতির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন। পর্দায় যিনি মানুষকে হাসিয়েছেন, ভাবিয়েছেন— বাস্তব জীবনে তার গল্পের শেষটা যে এতটা হৃদয়বিদারক হবে, তা যেন কেউই কল্পনা করেনি।