Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ কেজি ওজন কমিয়ে তাক লাগালেন বাঁধন!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৫

জনপ্রিয় ও শক্তিমান অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের নতুন রূপে চমকে দিলেন সবাইকে! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য শেয়ার করা ছবিতে বাঁধনকে দেখে অনেকেই মুগ্ধ। দীর্ঘ ছয় মাসের প্রচেষ্টায় তিনি ঝরিয়ে ফেলেছেন প্রায় ১৮ কেজি ওজন।

জানা গেছে, এক কঠিন ফিটনেস যাত্রার মধ্য দিয়ে বাঁধন নিজেকে ৭৮ কেজি থেকে নামিয়ে এনেছেন ৬০ কেজিতে। এই পরিবর্তন শুধু শারীরিক নয়, এটি তার কাছে মানসিক নিরাময় ও আত্মসম্মানেরও প্রতীক।

এত বড় পরিবর্তনের পেছনে বাঁধনের প্রধান শক্তি ও অনুপ্রেরণা কে ছিলেন? অভিনেত্রী নিজেই জানিয়েছেন, এই কঠিন মিশনে তার পাশে ছায়ার মতো ছিলেন তার একমাত্র কন্যা। মেয়ের উৎসাহেই তিনি শরীরচর্চা শুরু করেন, জাঙ্ক ফুড এড়িয়ে চলেন এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করার সাহস পেয়েছেন।

বিজ্ঞাপন

ফেসবুকে নিজের অনুভূতির কথা শেয়ার করে বাঁধন লেখেন, ‘এটি শুধু ওজন কমানো নয়- এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানেরও প্রতীক; এখনো এগিয়ে চলছি।’ তার এই অসাধারণ রূপান্তর দেখে ভক্তরাও জানাচ্ছেন শুভ কামনা।

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি কাজের জগতেও ব্যস্ত সময় পার করছেন বাঁধন। তিনি সম্প্রতি যুক্ত হয়েছেন নির্মাতা তানিম নূর-এর নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।

এই সিনেমাতে যুক্ত হওয়ার পেছনেও রয়েছে মেয়ের অবদান। বাঁধন জানান, চরিত্রটি পছন্দ হওয়ার পর তার মেয়েই তাকে এই কাজটি করতে উৎসাহিত করেন। কারণ, মেয়ে চান তিনি যেন শুধু সিরিয়াস বা অবসাদগ্রস্ত চরিত্রে অভিনয় না করেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর