জাজের প্রযোজনায় অমিতাভ রেজার নতুন ছবি
১৫ জুলাই ২০১৮ ১৩:০৪ | আপডেট: ১৫ জুলাই ২০১৮ ১৩:০৯
এন্টারটেইনমন্টে করেসপন্ডেন্ট ।।
‘আয়নাবাজি’ সিনেমা নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি। ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সর্বচ্চ ৭টি বিভাগে পুরস্কৃত হয়ে ২০১৮ সালেও আলোচিত ছবিটি। একই সঙ্গে আলোচিত পরিচালক অমিতাভ রেজা।
এখন চলছে অমিতাভ রেজার ‘রিক্সা গার্ল’ সিনেমার আলোচনা। অমিতাভ নিজেই জানিয়েছিলেন আগস্টেই নতুন সিনেমার ঘোষণা দেবেন। আর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার সেই সিনেমায় অভিনয় করতে পারেন। এমন সংবাদও এসেছে সংবাদ মাধ্যমে।
এত আলোচনার পর নতুন করে আলোচনায় আসতে যাচ্ছেন অমিতাভ রেজা। কারণ এসবের বাইরে নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। জানা গেছে অমিতাভের নতুন সিনেমার নাম। ‘পুনরুজ্জীবন’ নামে নতুন সিনেমা নির্মাণ করবেন অমিতাভ রেজা। আর ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া।
রোববার (১৫ জুলাই) জাজ মাল্টিমিডিয়া তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছে। তবে এ ঘোষণা প্রসঙ্গে তেমন কিছু জানাতে চাননি প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ। তিনি সারাবাংলাকে বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে সিনেমা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির নাম পুনরুজ্জীবন। এর বেশি কিছু বলতে পারছি না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুল আজিজ ও অমিতাভ রেজার একটি ছবিও পোস্ট করা হয়েছে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানানো হবে সব তথ্য।’
কবে আসতে পারে এই আনুষ্ঠানিক ঘোষণা? এমন প্রশ্নের উত্তরে আজিজ বলেন, ‘চলতি মাসে বা আগামী মাসে। ঘোষণার সময় এখনও চূড়ান্ত না। তবে বেশি দেরি করব না। শিগগিরই সব জানাতে পারব।’
অমিতাভ রেজা ও জাজ মাল্টিমিডিয়া প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন একসঙ্গে। এ ব্যাপারে পরিচালক অমিতাভ রেজার আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সারাবাংলা/পিএ /পিএম