দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সুখবর। ঢালিউডের আলোচিত ও চর্চিত নায়িকা পরীমণি নতুন বছরে দর্শকদের হাতে তুলে দিতে যাচ্ছেন এক বিশেষ উপহার—চলচ্চিত্র ‘গোলাপ’। প্রায় এক বছর ধরে নানা জটিলতায় থমকে থাকা এই সিনেমাটি আবার আলোচনার কেন্দ্রে, আর সেই আলোয় ফিরছেন পরীমণিও।
‘গোলাপ’ ঘোষণার পর থেকেই পরীমণির ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল এক ধরনের রোমাঞ্চ। কিন্তু কাহিনি জটিলতা আর প্রস্তুতির দীর্ঘসূত্রতায় শুটিং শুরু না হওয়ায় হতাশাও ছিল চোখে পড়ার মতো। তবু সময়ের সঙ্গে সঙ্গে ভক্তরা বিশ্বাস রেখেছেন— পরীমণি ফিরবেন, নতুন কিছু নিয়ে।
পরিচালক সামছুল হুদার ভাষ্য অনুযায়ী, গল্পে প্রয়োজনীয় পরিবর্তন এনে সিনেমাটিকে নতুনভাবে সাজানো হয়েছে। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা আর রহস্য— এই তিন উপাদানকে ঘিরেই আবর্তিত হবে ‘গোলাপ’-এর গল্প। ফলে এটি শুধু একটি বিনোদনধর্মী সিনেমা নয়, বরং সময় ও সমাজের প্রতিচ্ছবিও তুলে ধরবে।
এই সিনেমায় পরীমণির বিপরীতে দেখা যাবে অভিনেতা নিরবকে। পর্দায় এই নতুন জুটি কতটা রসায়ন তৈরি করতে পারে, তা নিয়ে ইতোমধ্যে কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে। পরিচিত গণ্ডির বাইরে এসে পরীমণির চরিত্রায়ণ কেমন হবে—সেই প্রশ্নও ঘুরছে বিনোদন অঙ্গনে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নতুন বছরের ফেব্রুয়ারিতেই শুরু হবে শুটিং। অর্থাৎ ২০২৬-এর শুরুতেই পরীমণির ব্যস্ততা আর আলোচনার পারদ—দুটোই চড়তে চলেছে।
পরীমণির ক্যারিয়ারে ‘গোলাপ’ শুধু আরেকটি সিনেমা নয়; এটি তার প্রত্যাবর্তনের এক প্রতীক। বিতর্ক, বিরতি আর নানামুখী আলোচনার পর আবারও তিনি ফিরছেন কাজের ভেতর দিয়ে কথা বলতে। ঠিক যেমন একটি গোলাপ—কাঁটার মাঝেও নিজের সৌরভ ছড়ায়।
নতুন বছরে সেই সৌরভ কতটা ছড়াতে পারে পর্দাজুড়ে, এখন সেটাই দেখার অপেক্ষা।