সেই যে এক লোক— কথা কম, ঝামেলা বেশি! প্যান্টে ভালুক, মুখে আজব ভাব… হ্যাঁ, বলছি আমাদের চিরচেনা মিস্টার বিন–এর কথা! জানেন কি? এই মানুষটার আসল নাম শুনলেই অনেকেই একটু থমকে যান— রোয়ান অ্যাটকিনসন! ৭০ বছর বয়সে এসেও লোকটা এখনো বিশ্রাম নেননি। বরং আবার ফিরেছেন— নতুন ঝামেলা নিয়ে!
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার নতুন কমেডি সিরিজ ‘ম্যান ভার্সেস বেবি’। এর আগেও ছিল ‘ম্যান ভার্সেস বি’। সেখানে এক মৌমাছির সঙ্গে যুদ্ধ করতে গিয়ে পুরো বাড়িটাই প্রায় উড়িয়ে দিয়েছিলেন তিনি!
এবার গল্প একটু আলাদা। রোয়ান অ্যাটকিনসন এখানে ট্রেভর বিংলি— একজন স্কুল কেয়ারটেকার। আগের মতো অতটা পাগলাটে নন… কিন্তু বিপদ কি আর শান্ত মানুষ দেখে ছাড়ে?
বড়দিনের ছুটিতে এক বিলাসবহুল পেন্টহাউস পাহারা দিতে গিয়ে হঠাৎই তার জীবনে ঢুকে পড়ে এক ‘অপ্রত্যাশিত অতিথি’— একটা ছোট্ট বেবি জিসাস! এরপর? শুরু হয় সেই চেনা অ্যাটকিনসনীয় কাণ্ডকারখানা— ছোট সমস্যা, আর তার জন্য বিশাল, আজব সমাধান!
সমালোচকেরা বলছেন— সিরিজটা খুব অসাধারণ না, একটু গড়পড়তা। মিস্টার বিনের মতো পেট ফাটানো হাসি কম। তবে দর্শকদের জন্য এটা যেন একটা আরামদায়ক বড়দিনের উপহার- হালকা হাসি, ঝামেলাহীন কমেডি।
মজার ব্যাপার জানেন? রোয়ান নিজেই বলেন— তিনি মিস্টার বিনকে মানুষ হিসেবে পছন্দ করেন না! তার ভাষায়, ‘বিন খুব স্বার্থপর। তার সঙ্গে ডিনারে বসতে চাইব না!’ তবু চরিত্র হিসেবে? ওহ, সেখানে বিন অদ্বিতীয়! কারণ, এই চরিত্রটাই তো বিশ্বের ১৯০টির বেশি দেশে হাসির ঝড় তুলেছে! ইউটিউবে যার ভিউ ১২০০ কোটিরও বেশি!
তাই বয়স ৭০ হোক আর যাই হোক— রোয়ান অ্যাটকিনসন মানেই ঝামেলা, হাসি আর এক চিমটি শিশুসুলভ পাগলামি!