Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের স্টাইলিশ তালিকায় শাহরুখ খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০৪

বলিউডে তিনি শুধু একজন সুপারস্টার নন— একটি আবেগ, একটি অধ্যায়, একটি যুগ। রোমান্সে যেমন হৃদয় জয় করেছেন, তেমনি সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্টাইল দিয়েও তৈরি করেছেন আলাদা পরিচয়। সেই স্টাইলের স্বীকৃতি মিলল আন্তর্জাতিক মঞ্চে— বিশ্বের ৬৭ জন স্টাইলিশ সেলিব্রিটির তালিকায় জায়গা করে নিয়েছেন শাহরুখ খান।

শাহরুখ মানেই শুধু সিনেমার সংলাপ বা আইকনিক হাত ছড়িয়ে দাঁড়ানো ভঙ্গি নয়। ক্যামেরার বাইরে তার পোশাক নির্বাচন, আত্মবিশ্বাসী উপস্থিতি আর বয়সকে তোয়াক্কা না করা ব্যক্তিত্বই তাকে আলাদা করে তোলে। কালো স্যুট হোক বা রাজকীয় শেরওয়ানি—প্রতিটি লুকে থাকে তার নিজস্ব স্বাক্ষর।

বিজ্ঞাপন

তিন দশকের অভিনয় জীবনে এই প্রথম মেট গালার মতো বিশ্বখ্যাত ফ্যাশন মঞ্চে পা রাখেন শাহরুখ খান। ১৮ ক্যারেট সোনা, টুরমালিন, স্যাফায়ার ও হীরার সমন্বয়ে তৈরি পোশাকে তার উপস্থিতি ছিল চোখ ধাঁধানো। ফ্যাশন সমালোচক থেকে শুরু করে ভক্ত— সবার চোখেই তিনি ছিলেন রাজকীয়, আত্মবিশ্বাসী এবং অনন্য।

এই তালিকায় শাহরুখের সঙ্গে রয়েছেন হলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ— জেনিফার লরেন্স, সাবরিনা কার্পেন্টার, ওয়ালটন গগিন্সসহ আরও অনেকে। ফ্যাশন, ব্যক্তিগত স্টাইল এবং মেট গালায় উপস্থিতির মাধ্যমে যারা বিশ্বজুড়ে আলোচনায় ছিলেন— তাদের সম্মান জানাতেই এই তালিকা। সেখানে শাহরুখের নাম মানেই উপমহাদেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে এক ভারতীয় আইকনের স্বীকৃতি।

স্টাইলের এই স্বীকৃতির মধ্যেই শাহরুখ ব্যস্ত তার আগামী ছবি ‘কিং’-এর প্রস্তুতিতে। বিশেষ এই ছবিতে বড়পর্দায় অভিষেক হচ্ছে তার কন্যা সুহানা খানের। অভিজ্ঞ এক খুনির চরিত্রে শাহরুখ, আর তার শিষ্যের ভূমিকায় সুহানা। বাবা-মেয়ের এই জুটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। সঙ্গে থাকছেন দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুরের মতো তারকারা।

শাহরুখ খানের স্টাইল আসলে পোশাকে সীমাবদ্ধ নয়— এটি তার ব্যক্তিত্বের প্রতিফলন। বয়স, ট্রেন্ড কিংবা সময়— কোনো কিছুই তাকে বেঁধে রাখতে পারেনি। তাই তো আজও তিনি প্রাসঙ্গিক, আজও তিনি আলোচনায়, আর আজও তিনি স্টাইলের রাজা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর