প্রেম যে বয়স মানে না— এই কথাটা বলিউডে যদি কারও জীবনে হুবহু খাপে খায়… তাহলে সেটা নিঃসন্দেহে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের গল্পেই!
৬০ বছর বয়সে এসে প্রেমে দ্বিতীয়বার নয়, তৃতীয়বার নয়, বরং তিনি যেন আবার নতুন করে ‘দিল চাহতা হ্যায়’-এর সেই তরুণ আমিরে ফিরে গেছেন! মানুষ যেখানে ৬০–এ গিয়ে হাঁটুর ব্যথা আর ব্লাড প্রেশারের হিসাব মেলায়— সেখানে আমির খাঁটি বলিউডি স্টাইলে করছেন— ‘হৃদয়ের রিবুট!’
হ্যাঁ, ঠিকই শুনেছেন— দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরী নামের এক বিশেষ মানুষের সঙ্গে প্রায় দুই বছর ধরে সম্পর্কে আছেন আমির। এবং নিজের জন্মদিনেই সবার সামনে ঘোষণা— ‘হ্যাঁ, এটাই আমার নতুন হ্যাপিনেস কোর।’
একটা সাক্ষাৎকারে আমির বেশ আবেগ নিয়ে বললেন— ‘ভাবিনি আবার প্রেমে পড়ব। ভাবতাম বাকি পথটা হয়তো একাই হাঁটব… কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর সব বদলে গেল। সে আমার জীবনে শান্তি, স্থিরতা আর এনার্জি এনেছে।’
সিনেমার মতোই— যেখানে হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়ে, ব্যাকগ্রাউন্ডে স্লো-মোশন চলে, আর গল্পে নতুন মোড় আসে— ঠিক সেরকম এক দৃশ্য যেন আমিরের জীবনে এখন চলছে!
আর ব্যক্তিগত ব্যর্থতা বা সম্পর্ক নিয়ে তিনি যেমন অকপটে থাকেন— তেমন করেই বলে দিলেন— ‘আমার আগের দুটো বিয়েই টেকেনি… কিন্তু রিনা আর কিরণের সঙ্গে আমার সম্পর্ক এখনো দারুণ!’
মানে, বলিউডে যদি এক্স-ম্যানেজমেন্ট নামে কোনো কোর্স থাকত— আমির হতেন নিঃসন্দেহে গোল্ড মেডেলিস্ট!
১৯৮৬ তে শুরু হওয়া রিনা দত্তের সঙ্গে সংসার। আর ১৬ বছরের এসে শেষ ২০০২-এ। তবে সম্পর্ক? এখনো বন্ধুত্বের লাগান চলছে!
২০০৫-এ কিরণ রাও সাথে শুরু হওয়া সংসার শেষ হয় ২০২১— তবু এখনো বন্ধুত্বে ফাটল ধরেনি।
২০২৩ — গৌরীর সঙ্গে দেখা, ২০২৫— ২ বছরের স্থির প্রেম।
আমির খান যিনি তার ‘Lagaan’ সিনেমাকে নিয়ে গিয়েছিলেন বিশ্বমঞ্চে। আর ‘3 Idiots’ শিক্ষা নিয়ে সমাজ ভাবনার সিস্টেমই বদলে দিয়েছেন। এছাড়া ‘Taare Zameen Par’ হৃদয় ছুঁয়ে যাওয়া মানবিক বার্তা। আর রোমান্সেরনকথা যদি বলি, ‘Dil’, ‘Raja Hindustani’— এখনো ক্লাসিক।
আমির খান এমন একজন নায়ক— যিনি রোমান্টিক চরিত্রে যেমন সেরাটা দেন, কমেডিতে তেমনই তুলনায় নেই। অনেক সিনেমাকে তিনি সত্যিকারের বিশ্বমানের করে তুলেছেন।
কিন্তু সিনেমার বাইরে— ব্যক্তিজীবনে তিনি যে ভীষণ রোমান্টিক। তার সবচেয়ে বড় প্রমাণ এই ৬০ বছরের প্রেম। যেখানে মানুষ বয়সকে থামার সিগনাল ভাবে, সেখানে আমির দেখিয়ে দিলেন ‘ভালোবাসার কোনো বয়স নেই। জীবন যতদিন, প্রেম ততদিন।’ আর এটাই আমির খানের আসল ম্যাজিক— সিনেমায় হোক বা জীবনে— গল্প তিনি সবসময়ই হিট বানিয়ে ফেলেন।