বলিউডের কিং খান শাহরুখ খান একবার আবারও নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। জনপ্রিয় অভিনেত্রী কাজল ও টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোতে এখনও অতিথি হিসেবে না যাওয়ায় দীর্ঘদিন ধরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে শাহরুখ নিজেই মুখ খুললেন এবং অনুপস্থিতির কারণ প্রকাশ করলেন।
সম্প্রতি এক অনলাইন আড্ডায় শাহরুখ জানিয়েছেন, শোতে না যেতে পারায় তিনি নিজেই কিছুটা দুঃখিত। ব্যস্ত শিডিউলের কারণে এবং নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে সময় বের করতে পারেননি। এর মধ্যে হাতে চোট পাওয়ায় তার ইচ্ছা থাকা সত্ত্বেও শোতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি।
শাহরুখের রসবোধও যেন ছাপিয়ে যায় পুরো ঘটনা। তিনি হেসে বলেন, শোতে গিয়ে খাবারের আয়োজনও যে ‘একটা চ্যালেঞ্জ’ হতে পারে, তাই তিনি একটু চিন্তিত ছিলেন। শেষে কাজল ও টুইঙ্কেলকে উদ্দেশ্য করে শাহরুখ বলেন, ‘অনুপস্থিতির জন্য আমি সত্যিই ক্ষমা চাইছি। আমার উচিত ছিল উপস্থিত থাকা।’
যদিও তিনি শারীরিকভাবে উপস্থিত হতে পারেননি, তবুও প্রতি পর্ব মনোযোগ দিয়ে দেখেছেন বলেও জানান শাহরুখ। এদিকে সম্প্রতি লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ সিনেমার রাজ ও সিমরান চরিত্রের আদলে একটি ব্রোঞ্জের মূর্তির উদ্বোধন হয়েছে, যা শাহরুখ ও কাজলকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে।
ফলে এক্ষেত্রে দেখা যাচ্ছে, শাহরুখের রসবোধপূর্ণ ক্ষমা এবং ভক্তদের সঙ্গে তার সংযোগ যেন শো না গেলেও হৃদয় জয়ের ক্ষেত্রে কোনো ঘাটতি রাখেনি।