বাংলা টেলিভিশন জগতের ব্যস্ত সময়। প্রতিদিন শত শত দৃশ্যের শুটিং, সংলাপ মুখস্থ, ক্যামেরা-অ্যাকশন-কাটের চাপ— এসবের মাঝেই কখনও কোনো ছোট ভুল আলোচনার ঝড় তুলতে পারে। ঠিক এমনটাই ঘটল জনপ্রিয় ভারতীয় বাংলা সিরিয়াল ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’র অভিনেত্রী স্বস্তিকা দত্তকে ঘিরে। ঘটনাটি এতটাই সাধারণ, অথচ প্রতিক্রিয়া ছিল ততটাই অপ্রত্যাশিত।
সিরিয়ালের একটি দৃশ্যে শিক্ষিকার ভূমিকায় থাকা স্বস্তিকা ব্ল্যাকবোর্ডে লিখেছিলেন ‘Knowledge’। তবে তাড়াহুড়োর মাঝে ‘d’ অক্ষরটি বাদ পড়ে গিয়ে লেখা হয় ‘Knowlege’। হয়ে গেল— এক অক্ষরের ভুল।
কিন্তু সামাজিক মাধ্যমে তা আর ছোট ভুল রইল না। মুহূর্তেই ভাইরাল হয় দৃশ্যটি। অনেকে শিক্ষামূলক ধারাবাহিকে এমন ভুল দেখা নিয়ে অভিনেত্রীদের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তোলেন। ট্রল, মিম, সমালোচনা— সবই চলতে থাকে।
বিতর্ক থামাতে এগিয়ে এলেন স্বস্তিকা নিজেই। এক লাইভ সেশনে তিনি হাত জোড় করে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বললেন— ‘এটা পুরোপুরি আমার ভুল। ২১ মিনিটের একটি এপিসোড বানাতে এত কাজ করতে হয় যে কখনও কখনও চোখ এড়িয়ে যেতে পারে। কিন্তু ভুল তো ভুলই—এটার কোনো অজুহাত নেই।’
তার এ স্বীকারোক্তিতে ছিল আন্তরিকতা ও বিনয়। যেন ক্লাসরুমের শিক্ষিকা বিদ্যা ব্যানার্জির মতোই নিজের ভুলের দায় নিজের কাঁধে তুলে নিলেন তিনি।
স্বস্তিকা দর্শকদের মনে করিয়ে দেন— একটি সিরিয়ালের পেছনে কাজ করেন অসংখ্য মানুষ। ক্যামেরাম্যান, লাইটম্যান, সেট ডিজাইনার, মেকআপ আর্টিস্ট— যারা দিনরাত চেষ্টা করেন একটি এপিসোডকে উপস্থাপনযোগ্য করে তুলতে।
তার অনুরোধ— ‘একটি ছোট ভুলের জন্য পুরো টিমকে ট্রল করবেন না। আমরা সবাই পরিশ্রম করি আপনাদের বিনোদনের জন্য।’ এমনকি তিনি জানান, সিরিয়ালটি ইতিমধ্যেই টিআরপি তালিকার শীর্ষে উঠে এসেছে— যা দর্শকদের ভালোবাসারই ফল।
স্বস্তিকা আরও বলেন, তার চরিত্র বিদ্যা ব্যানার্জি সবসময়ই শিক্ষার্থীদের শেখান— ভুল করলে শাস্তি নেওয়া উচিত, ভুল স্বীকার করাই বড় সাহস। সেই চরিত্রকেই উদাহরণ হিসেবে ধরে তিনি নিজেও ভুলের দায় স্বীকার করেছেন।
স্বস্তিকার ক্ষমা চাওয়া শুধু একটি ভুলের সংশোধন নয়— এটি ছিল একটি বার্তা: যে মানুষ ভুল করতেই পারে, এবং ভুল স্বীকার করাটা কোনো দুর্বলতা নয়— এটাই শক্তি।
আজকের সোশ্যাল মিডিয়ার কোলাহলে, যেখানে একটি ভুলই কাউকে হাসির পাত্র করে তুলতে পারে, সেখানে স্বস্তিকার এই আন্তরিকতা যেন মনে করিয়ে দেয়—শিল্পীদেরও মানুষ হিসেবেই দেখতে হবে।