Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও শুরু হচ্ছে ‘নতুন মুখের সন্ধানে’


১৪ জুলাই ২০১৮ ১৫:০৯ | আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১৫:৫৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সহযোগিতায় চলচ্চিত্রে অভিনয়ের জন্য শিল্পী সংগ্রহের কার্যক্রম ‘নতুন মুখের সন্ধানে-২০১৮’ শুরু হচ্ছে। এ উপলক্ষে শনিবার (১৪ জুলাই) রাজধানীর একটি ক্লাবে চুক্তি স্বাক্ষর ও লোগো উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র পরিবাবের আহবায়ক চিত্রনায়ক ফারুক, আলমগীর, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, প্রযোজক নেতা খসরু।

অনুষ্ঠান শুরুতে প্রয়াত চিত্রনায়ক ‘সোহেল চৌধুরী, মান্না ও দিতি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবারের প্রতিযোগিতাটিও সোহেল চৌধুরি, মান্না এবং দিতিকে উৎস্বর্গ করা হয়েছে। এই তিনজনই এফডিসি’র নতুন মুখের সন্ধানের তারকা ছিলেন।

আয়োজনটি সফল করতে বদিউল আলম খোকন সাংবাদিকদের সাহায্য চেয়েছেন। তিনি বলেন, ‘এই আয়োজনের জন্য দরকার সাংবাদিকদের সাহায্য। আমি আশা করছি আপনারা হাত খুলে লিখবেন যাতে করে প্রত্যন্ত অঞ্চলেও আয়োজনের খবরটি পৌছে যায়।’

মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্র এখন সঙ্কটে রয়েছে। এখানে ভালো শিল্পীর অনেক অভাব। হাতে গোনা কয়েকজন শিল্পী আছে আমাদের। এতো কমসংখ্যক শিল্পী দিয়ে হবে না। ইন্ডাস্ট্রি চলবে না। পরিচালক সমিতি দেরিতে হলেও এই আয়োজন করেছে। এজন্য সাধুবাদ জানাই।’

নতুন অভিনেতা অভিনেত্রী খোঁজার পাশাপাশি পরিচালক, চিত্রনাট্যকার খোঁজার উদ্যোগ নেয়ার আহ্বান জানান মিশা সওদাগর।

বিজ্ঞাপন

চিত্রনায়ক আলমগীর বলেন, ‘এটা ভালো যে দেরীতে হলেও আমরা নতুন মুখের সন্ধান করতে যাচ্ছি। এর আগেও নতুন মুখের সন্ধান করে সফল হয়েছিলাম। আমাদের দূর্ভাগ্য যে তাদেরকে আমরা হারিয়েছি। তবে একটি অনুরোধ, শুধু নতুন মুখ আনলেই হবে না। তাদের গড়েও তুলতে হবে।’

এখনকার শিল্পীদের প্রতি কিছুটা ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়ক ফারুক। তিনি বলেন, ‘আগে শিল্পীরা পরিচালকদের কথা শুনতো। এখন সেটা নেই। পরিচালকের কথা শোনে না। এখন যে নতুন মুখের সন্ধান হচ্ছে, এটা অনেক আগেই দরকার ছিলো। একটা কমিটি করে নিয়মিত এই আয়োজন করা হোক।’

বিশ্ব চলচ্চিত্রের উদাহরন টেনে তিনি চিত্রনাট্যকারদের ভিন্ন ধারার গল্প লিখতে অনুরোধ করেন তিনি। পরিচালকদের গুরুত্ব সহকারে চলচ্চিত্র নির্মাণ করার কথা বলেন। সেইসঙ্গে সবসময় চলচ্চিত্রের সাথে থাকার অঙ্গীকারও করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবত শিল্পী খরায় ভুগছি। আগে আমাদের ইন্ডাস্ট্রিতে বিকল্প শিল্পী ছিলো। এখন সেটা নেই। সে কারণে চলচ্চিত্র নির্মাণ কিছুটা বিপাকে রয়েছে।’

সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুরু হবে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কার্যক্রম। এর জন্য নির্ধারণ করা হবে একটি নির্দিষ্ট পরিমাণের ফি। অনুষ্ঠান শেষে চুক্তি স্বাক্ষর ও লোগো উন্মোচন করা হয়।

ছবি : আব্দুল্লাহ আল মামুন এরিন

সারাবাংলা/আরএসও/টিএস/পিএম

আলমগীর এফডিসি নতুনমুখেরসন্ধানে ফারুক মিশা সওদাগর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর