Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭১ বছর বয়সে রেখার বড় চমক!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫ ১৫:৫২

বলিউডে এমন কিছু নাম আছে যাদের উপস্থিতি মানেই রহস্য, গ্ল্যামার আর এক অদ্ভুত জাদু— রেখা ঠিক তেমনই। ৭১ বছর বয়সেও তিনি আগের মতোই উজ্জ্বল, পরিপাটি, স্বতঃস্ফূর্ত। যেন সময় তার ওপর কোনো দাগ ফেলতে পারেনি। তাই তার নাম উচ্চারণ হলেই ভক্তদের চোখে ভাসে রুপালি পর্দার সেই রানি, যার এক ঝলকেই থমকে যেত মুহূর্ত।

সেই জাদুকরী অভিনেত্রীকে নিয়ে এবার বলিউডে ফের গুঞ্জন। কারণ, তার ঘনিষ্ঠ বন্ধু, প্রখ্যাত ডিজাইনার ও নবনির্মাতা পরিচালক মনীশ মালহোত্রা জানিয়েছেন—‘গুস্তাখ ইশক’ ছবিতে রেখাকে একটি ক্যামিও চরিত্রে দেখা যেতে পারত। ছবির প্রচারে গিয়ে মনীশ নিজেই জানান, তার পরিকল্পনায় রেখার একটি সংক্ষিপ্ত ভূমিকা ছিল।

বিজ্ঞাপন

চিত্রনায়ক বিজয় ভার্মা জানিয়েছেন, পরিচালক বিভু পুরী মনে করেছেন—রেখার মতো কিংবদন্তিকে এমন ছোট ভূমিকায় দেখা ঠিক হবে না। ভূমিকা ছোট হোক বা বড়, রেখাকে ঘিরে দর্শকের প্রত্যাশা সবসময়ই অন্য মাত্রার। আর পরিচালকও চাননি সেই সম্মান যেন কোনোভাবেই কমে যায়।

এর ফলে ক্যামিওটা আর হয়নি। ছবিতে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ, ফাতিমা সানা শেখ ও বিজয় ভার্মা—তার মধ্যেও রেখার উপস্থিতি নিঃসন্দেহে গল্পটিকে অন্য আলো দিত। কিন্তু সিদ্ধান্তের পেছনে যে উদ্দেশ্য, তা ছিল ওই একটাই—রেখা মানেই ‘বড়’; তার জন্য ভূমিকা-অভাবনীয় হওয়া চলবে না।

রেখা আর মনীশ মালহোত্রার বন্ধুত্ব বলিউডে কিংবদন্তির মতোই। ফ্যাশনের জগত আর সিনেমার জাদুঘরের দুই অদ্ভুত প্রতিভার এই বন্ধন বহুদিনের। মনীশ প্রায়ই বলেছেন—রেখা তার অনুপ্রেরণা, তার স্টাইলের প্রতিমূর্তি।

তাই ‘গুস্তাখ ইশক’-এ না হলেও, ভক্তদের আশার শেষ নেই। বরং অনেকেই মনে করছেন—ছোট চরিত্রটার প্রস্তাব ফিরিয়ে দেওয়া মানেই সামনে হয়তো আছে বড় কোনো চমক। হয়তো এক পূর্ণাঙ্গ চরিত্রে, হয়তো এক নতুন গল্পে—রুপালি পর্দায় ফের দেখা মিলবে সেই চিরচেনা রেখার, যাকে নিয়ে এখনও সক্রিয় কল্পনা, আশ্চর্য উচ্ছ্বাস।

বলিউডে সবাই জানে— রেখা যখন ফিরবেন, তা হবে রাজকীয় ভঙ্গিতে। আর সেই অপেক্ষায় আজও চোখ মেলে আছে তার অসংখ্য অনুরাগী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর