Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেট হাডসনের চোখে তার শ্রেষ্ঠ প্রাপ্তি ‘মানুষ আর সম্পর্ক’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩ নভেম্বর ২০২৫ ১৪:০৪

হলিউডে তিন দশকের উজ্জ্বল যাত্রা শেষে কেট হাডসনের চোখে সাফল্যের মাপকাঠি টাকা বা পুরস্কার নয়, বরং মানুষ আর সম্পর্ক। সম্প্রতি তার নতুন বায়োপিক ‘সং সাং ব্লু’-এর প্রিমিয়ারে এসে অভিনেত্রী জানালেন, তার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো পথ চলতে গড়ে ওঠা মানবিক বন্ধনগুলো।

৪৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমার মনে প্রথমেই আসে মানুষজন— যাদের সঙ্গে আমি পরিচিত হয়েছি, যাদের সঙ্গে কাজ করেছি। এই সম্পর্কগুলোই আমার ক্যারিয়ারের আসল উপহার।’

১৯৯৮ সালে ‘ডেজার্ট’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করা কেট এবার অভিনয় করছেন ক্লেয়ার সার্ডিনার চরিত্রে, যার জীবনের উত্থান-পতন, ভালোবাসা আর পুনরুদ্ধারের গল্পে সাজানো হয়েছে ‘সং সাং ব্লু’। ছবিটি পরিচালনা করেছেন ক্রেগ ব্রুয়ার, মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর।

বিজ্ঞাপন

কেটের ভাষায়, এই সিনেমা যেন তার দীর্ঘ ক্যারিয়ারের অভিজ্ঞতার প্রতিফলন—অন্ধকার মুহূর্তেও আলো খুঁজে পাওয়ার গল্প। শুটিংয়ের সময় কিংবদন্তি গায়ক নিল ডায়মন্ডের সঙ্গে দেখা হওয়ার কথাও জানালেন তিনি। ‘নিল অসাধারণ, দয়ালু এবং তার সংগীত মানুষকে একত্রিত করে আনন্দ দেয়,’ বলেন কেট।

জীবনের প্রাপ্তি যেখানে অনেক রূপে আসে, সেখানে কেট হাডসনের কাছে সেটি মানুষের উষ্ণতা—যা যেকোনো পুরস্কারের চেয়েও মূল্যবান।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর