Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাকাশে নয়, মাটিতেই সমাপ্ত হলো টম ক্রুজ-আনার প্রেম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫ ১৮:৫৭

হলিউডে প্রেমের গুঞ্জন যেন নিত্যনৈমিত্তিক বিষয়। বিশেষ করে যদি নামটা হয় টম ক্রুজ, তবে তো কথাই নেই! কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া সরগরম ছিল টম ক্রুজের ‘স্পেস ওয়েডিং’ নিয়ে— প্রেমিকা আনা দে আরমাসকে নাকি মহাকাশে বিয়ে করবেন এই মিশন ইম্পসিবল তারকা! ভাবা যায়? আকাশ ছোঁয়া সেই স্বপ্নের গল্পে তখন উত্তেজনায় ভরপুর হলিউড।

কিন্তু, যেমনটি হয় সিনেমায়— দৃশ্যপট বদলে গেল খুব দ্রুতই। মাত্র নয় মাসের মধ্যেই নিভে গেল সেই জ্যোতির্ময় সম্পর্কের আলো। ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, টম ও আনার মধ্যে এখন কোনো প্রেম নেই। দূরত্বটা নাকি তৈরি হয়েছিল ধীরে ধীরে, নিঃশব্দে।

তবে এখানেই গল্পের মোচড়। প্রেম ভাঙলেও সম্পর্কটা ভাঙেনি। পিপল ম্যাগাজিনের তথ্যমতে, টম ও আনা এখনও ঘনিষ্ঠ বন্ধু। একে অপরের প্রতি শ্রদ্ধা ও পেশাগত বোঝাপড়াই তাদের সম্পর্কের মূল সেতুবন্ধন। আনার ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘আনা টমকে প্রিয় বন্ধু ও মেন্টর হিসেবে দেখেন। তাদের বন্ধুত্বে কোনও তিক্ততা নেই।’

বিজ্ঞাপন

আসলেই তাই মনে হয়। যুক্তরাষ্ট্রের ভারমন্টে তাদের প্রথম দেখা— সেখানেই শুরু সেই আলোচিত অধ্যায়। এরপর লন্ডন, মাদ্রিদ, এমনকি টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডে একসঙ্গে দেখা যায় দুজনকে। যেন বাস্তব জীবনের রোম্যান্টিক সিনেমা! কিন্তু এখন সবই স্মৃতি, শুধু থেকে গেছে কাজের বন্ধন।

সম্প্রতি এই জুটিকে কেন্দ্র করে তৈরি হওয়ার কথা ছিল সুপারন্যাচারাল থ্রিলার ‘ডিপার’ নামের এক চলচ্চিত্র। অনেকেই ভেবেছিলেন, সম্পর্ক ভাঙায় প্রকল্পটি হয়তো বাতিল হবে। কিন্তু সূত্র বলছে, দুজনই পেশাদার— চলচ্চিত্রের কাজ এগিয়ে যাচ্ছে যথারীতি।

আর আনা দে আরমাস? তিনি এখন ব্যস্ত তার নতুন ছবির শুটিং নিয়ে। তবে ভক্তদের কৌতূহল থামছে কোথায়! প্রেমের গুঞ্জন নিয়ে সম্প্রতি ‘উইমেন্স ওয়্যার ডেইলি’-কে দেওয়া সাক্ষাৎকারে আনা যখন প্রশ্নের মুখে পড়েন, তখন চতুরতার সঙ্গে তিনি বলেন, ‘এটা তো সবাই জানে যে আমি টম ক্রুজের সঙ্গে কাজ করছি।’

শুধু কাজ— প্রেম নয়! এই সংক্ষিপ্ত উত্তরেই যেন তিনি সব প্রশ্নের উত্তর দিয়ে ফেললেন। তবে হলিউডের বাতাসে গুঞ্জনের গতি সবসময়েই আলাদা। কেউ বলছেন, তাদের বন্ধুত্বের উষ্ণতাকেই মিডিয়া প্রেমের রঙে রাঙিয়ে তুলেছিল। আবার কেউ কেউ বিশ্বাস করেন, সম্পর্ক ছিল— শুধু তা টিকেনি সময়ের পরীক্ষায়।

অবশ্য, টম ক্রুজের প্রেমজীবন বরাবরই চলচ্চিত্রের মতো নাটকীয়। কেটি হোমস, নিকোল কিডম্যান, মিমি রজার্স— সবই একসময় তার জীবনের অধ্যায়। তাই ভক্তরা অবাক হন না, বরং অপেক্ষা করেন নতুন কোনও অধ্যায়ের।

আপাতত টম ক্রুজ আবারও একা। আর আনা দে আরমাস বলছেন, তিনি সিংগেল এবং পুরোপুরি কাজেই মনোযোগী। তাদের ভবিষ্যৎ গল্প কী হবে, তা সময়ই বলবে। তবে একথা নিশ্চিত— এই দুই তারকার বন্ধুত্ব এখনও টিকে আছে মহাকাশের নক্ষত্রের মতোই উজ্জ্বল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর