‘সিনেমার জন্য ভালো গল্পের অপেক্ষায় আছি’
১০ জুলাই ২০১৮ ১৩:০১ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৪:৫৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে দেশীয় শোবিজে পা রাখেন মৌসুমী হামিদ। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। হয়েছেন সফল। পর্দার প্রিয় মুখ হতে বেশি সময় নিতে হয়নি তাকে। ছোটপর্দায় নিয়মিত অভিনয়ের পাশপাশি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
সম্প্রতি মৌসুমী হামিদ প্রথমবারের মতো অভিনয় করেছেন একটি মিউজিক ভিডিওতে। ‘আগুন পানি’ শিরোনামের গানটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। মিউজিক ভিডিওতে তার নজরকাড়া উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন দর্শকরা। গত বৃহস্পতিবার (৫ জুলাই) ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখন পর্যন্ত দেখেছে ও শুনেছে ১৫ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ।
দর্শকদের এমন ইতিবাচক প্রতিক্রিয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত মৌসুমী হামিদ। এ প্রসঙ্গে তিনি সারাবাংলাকে বলেন, ‘এখন পর্যন্ত কেউ গানটি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেননি। সবাই প্রশংসা করেছেন। আমার অভিনয় তাদের ভালো লেগেছে। তবে এটা ঠিক, হয়তো কিছু কিছু মানুষের খারাপ লাগতে পারে। তাদের সংখ্যা বেশি হবে না আশাকরি।’
এই মিউজিক ভিডিওর মাধ্যমে আসিফ আকবরের সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করলেন মৌসুমী হামিদ। জানালেন, আসিফ আকবরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল। তিনি খুব সাহায্য করেছেন কাজটির করার সময়। সহশিল্পী হিসেবে আসিফ আকবর অসাধারণ বলে জানান তিনি।
সামনে কি আরও মিউজিক ভিডিওতে কাজ করার ইচ্ছে আছে? এমন প্রশ্নের উত্তরে মৌসুমী হামিদ বলেন, ‘আগামীতে আরও মিউজিক ভিডিওতে কাজ করার ব্যাপারটি নির্ভর করছে নিজের ইচ্ছার ওপর। যদি ইচ্ছা হয় এবং ভালো গান পাই, যেটাতে অভিনয়ের জায়গা আছে তাহলে করব।’
মৌসুমী হামিদ ইতিমধ্যে বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। কিন্তু এখন আর তাকে চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। বড় পর্দায় ফেরার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করার ইচ্ছা আছে। কিন্তু আমার কাছে এখন যে ধরনের গল্প নিয়ে আসছেন নির্মাতারা সেসব গল্প পছন্দ হচ্ছেনা বলেই আমাকে চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। আসলে আমি একটি ভালো গল্পের অপেক্ষায় আছি।’
সারাবাংলা/আরএসও/পিএ