Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডালিয়া আহমেদ-এর একক আবৃত্তি সন্ধ্যা


২৪ ডিসেম্বর ২০১৭ ১৫:১৮

স্টাফ করেসপনডেন্ট

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে একক আবৃত্তি করলেন জনপ্রিয় বাচিকশিল্পী ডালিয়া আহমেদ। শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত এ আবৃত্তি সন্ধ্যায় বিভিন্ন জনপ্রিয় কবিতা আবৃত্তি করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন তিনি।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী, জীবনানন্দ দাসের স্বপ্ন, পূর্ণেন্দু পত্রীর কবিতায় কথপোকথন ও জয়ন্ত চট্টোপাধ্যায়ের ইচ্ছে সহ ১৭টি কবিতা শিল্পী কণ্ঠে নিবেদন করেন।

এ সময় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক জয়শ্রী কুন্ডু, ইতিহাসবিদ অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন, সংস্কৃতিজন রানা ঠাকুরসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর