Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সানি লিওনের জায়গায় উত্তাপ ছড়াবেন তামান্না ভাটিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ আগস্ট ২০২৫ ২০:২৯

বলিউডের সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও বড় পর্দায় ফিরছে। তবে এবার ভিন্ন চমক—সানি লিওনের জায়গায় উত্তাপ ছড়াবেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘মিল্ক বিউটি’খ্যাত তামান্না ভাটিয়ার প্রথমবারের মতো ভৌতিক-ইরোটিক ঘরানার ছবিতে অংশ নেওয়ায় সিনেমাপ্রেমীদের মধ্যে আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে।

২০১১ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম ছবি ও ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি দ্বিতীয় কিস্তির মতোই এবারও থাকবে ভৌতিক টুইস্ট আর রোমাঞ্চকর গল্প। সূত্রের খবর, পরিচালক একতা কাপুর সম্প্রতি তামান্নার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন, আর অভিনেত্রীর স্বাভাবিক প্রতিক্রিয়া—“অবাক!”—তার উত্তাপের প্রমাণ।

বিজ্ঞাপন

প্রস্তুতি শুরুর পর থেকেই বলিউডে ‘রাগিনী এমএমএস থ্রি’-কে ঘিরে উত্তেজনা তুঙ্গে। একতার চমকপ্রদ পরিকল্পনা ও জমজমাট গানের সংমিশ্রণে এই সিনেমা ভৌতিক প্রেমের নতুন অধ্যায় খুলবে।

তাহলে এবার নতুন ‘মিল্ক বিউটি’ দেখাবেন কেমন উত্তাপ, সেটাই দেখার অপেক্ষায় বসেছে সিনেমাপ্রেমী সমাজ।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর