Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ার ‘ডিয়ার মা’ এখন উত্তর আমেরিকায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ আগস্ট ২০২৫ ১৮:২৬

‘মা’— একটি ছোট শব্দ, কিন্তু যার গভীরতা পরিমাপ করা যায় না। সেই ‘মা’কে কেন্দ্র করেই টালিউডের নতুন সিনেমা ‘ডিয়ার মা’ এবার পাড়ি জমাচ্ছে বিশাল পরিসরে উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহগুলোতে। মুখ্য ভূমিকায় আছেন বাংলাদেশের গর্ব, অভিনেত্রী জয়া আহসান।

৮ আগস্ট যুক্তরাষ্ট্র এবং কানাডায় একযোগে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রটি, যা ইতোমধ্যেই টালিউডের আন্তর্জাতিক পরিবেশনার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

‘ডিয়ার মা’ সিনেমা কেবল একটি কাহিনি নয়, এটি আমাদের প্রতিটি পরিবারের, প্রতিটি মাতৃত্বের, এবং প্রতিটি হৃদয়ের কথা বলে।

সিনেমার কাহিনিতে উঠে এসেছে দত্তক সন্তান, ভালোবাসার জটিলতা, আর পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম কিন্তু দৃঢ় টানাপোড়েন। এক মাকে কেন্দ্র করে গল্পটি ভেদ করে যায় হৃদয়ের অন্তঃস্থলে। এই চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান, যিনি মাতৃত্বের গভীরতা ও মানবিক টানাপোড়েনকে তুলে ধরেছেন পরিপূর্ণ সংবেদনশীলতায়।

বিজ্ঞাপন

এই সিনেমার পরিবেশনা করছে বায়োস্কোপ ফিল্মস, যারা জানায়—এটি হবে টালিউড ইতিহাসে উত্তর আমেরিকায় সবচেয়ে বড় বাংলা সিনেমা রিলিজ। এর আগে এত বড় পরিসরে বাংলা সিনেমা আন্তর্জাতিকভাবে মুক্তি পায়নি। যুক্তরাষ্ট্র ও কানাডার ৩০টিরও বেশি শহরে একযোগে রিলিজ হচ্ছে ‘ডিয়ার মা’— যেখানে প্রবাসী বাঙালি দর্শকরা সিনেমা হলে গিয়ে অনুভব করবেন নিজের মাটির ঘ্রাণ।

জয়া আহসান বলেন, ‘এই সিনেমা দর্শকের হৃদয়ে অনেক দিন জায়গা করে নেবে। এটি শুধু বিনোদন নয়, অনুভবের গল্প।’

জয়ার পাশাপাশি সিনেমাটিতে আছেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল এবং ধৃতিমান চট্টোপাধ্যায়। তাদের পারফরম্যান্সে সমৃদ্ধ হয়েছে সিনেমার আবহ। নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বরাবরই পরিচিত তার সংবেদনশীল গল্প বলার ভঙ্গির জন্য— ‘ডিয়ার মা’ সেই ধারাবাহিকতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো