যখন শচীন-শাহরুখের দেখা হলো
৩ জুলাই ২০১৮ ১৪:০৯ | আপডেট: ৩ জুলাই ২০১৮ ১৪:১৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
শচীন রমেশ টেন্ডুলকারকে বলা হয় ভারতীয় ক্রিকেটের দেবতা। শাহরুখ খানকে বলা হয় অভিনয়ের ডন। ভারতের এই দুই মেগাস্টারের দেখা হয়ে গেল আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়েতে। পুরো অনুষ্ঠানে দুজনে একসঙ্গে ঘুরেছেন এবং পরিচিতদের সঙ্গে করেছেন শুভেচ্ছা বিনিময়। সবশেষে তুলেছেন নিজেদের একটি যৌথ ছবি।
ছবিটি নিজের ইন্সটাগ্রাম ও টুইটারে শেয়ার করেছেন শচীন। শাহরুখকে মেনশন করে লিটল মাস্টার লিখেছেন, ‘যাব শাহরুখ মেট শচীন।’ ছবিটি শেয়ার করায় এই দুই তারকার ভক্তরা বেশ খুশি হয়েছেন। ছবিটির মন্তব্য বাক্সে তারা প্রকাশ করছেন ভালোবাসা। ফলে মাত্র দুইঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এই ছবি।
শাহরুখ ও শচীন এর আগে বেশ কয়েকবার একসঙ্গে কোমল পানীয়র বিজ্ঞাপনে মডেল হয়েছেন। বিভিন্ন টিভি অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গেছে তাদের। তবে এবারই প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে শচীন শাহরুখের যৌথ কোনও ছবি।
শচীন টেন্ডুলকার সোশ্যাল মিডিয়ায় এমনিতেও খুব সক্রিয়। শাহরুখের সঙ্গে ছবি দেয়ার এক ঘণ্টা পর রাহুল দ্রাবিড় ও হরভজন সিংয়ের সঙ্গেও দুটো ছবি শেয়ার করেছেন তিনি। ব্যাক্তিগত অর্জন ও জন্মদিনের জন্য দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন এই মাস্টারব্লাস্টার ব্যাটসম্যান।
সারাবাংলা/টিএস/পিএ/পিএম