Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনার ডিভোর্সের সাক্ষী নুসরাত ফারিয়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ২০:২২

বাংলাদেশের সংগীতাঙ্গনে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার নাম যেমন এক নির্ভরযোগ্য কণ্ঠের প্রতীক, তেমনি তার ব্যক্তিজীবনও ভক্তদের কৌতূহলের বাইরে নয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে গায়িকা দিলশাদ নাহার কনার বিবাহবিচ্ছেদের ঘোষণা যেমন আলোচনার জন্ম দেয়, তার চেয়েও বেশি বিস্ময়ের জন্ম দেয় বিচ্ছেদের সাক্ষী হিসেবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাম উঠে আসা।

দুজনের বন্ধুত্ব দীর্ঘদিনের। বিভিন্ন ভ্রমণ ও ইভেন্টে তাদের একসঙ্গে দেখা গেছে বহুবার। তবে এবার বন্ধুত্বের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়েছেন ফারিয়া— সাক্ষী হয়েছেন কণার ডিভোর্স নোটিশে। এবং অন্যজন গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি।

বিজ্ঞাপন

গুঞ্জন শোনা যাচ্ছে, এখনো আনুষ্ঠানিকভাবে স্বামী গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে কণার বিচ্ছেদ হয়নি। আইনত দুজনে এখনও স্বামী-স্ত্রী। কিন্তু এবার নুসরাত ফারিয়ার স্বাক্ষর করা এই ডিভোর্সের কাগজ সবাইকে অবাক করেছে।

অভিনেত্রী নুসরাত ফারিয়া গায়িকা কনার খুব ঘনিষ্ঠ বন্ধু। কনার স্বামী গহীনের সঙ্গেও তার ভাল সম্পর্ক ছিল। বিভিন্ন সময় এই তিনজনকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। দুজনের বিচ্ছেদেও স্বাক্ষীর তালিকায় নাম দেখা গেল এ চিত্রনায়িকার।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো