Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেফালির মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য, তদন্তে নামল পুলিশ

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৮ জুন ২০২৫ ১৭:২৭ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:০৮

বলিউডের ‘কাঁটা লাগা’ গানে যিনি একসময় ঝড় তুলেছিলেন, সেই শেফালি জারিওয়ালা আর নেই। শুক্রবার (২৭ জুন) রাতে মাত্র ৪২ বছর বয়সে এই প্রাণবন্ত অভিনেত্রী না ফেরার দেশে পাড়ি জমালেন। জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন। তার স্বামী, অভিনেতা পারাস টাইগি নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান।

এদিকে, মৃত্যুর আনুষ্ঠানিক কারণ ঘোষণা করা না হলেও, ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তার কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে। তবে স্বাভাবিক কারণেই মৃত্যু হয়েছে বলে মনে হলেও ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গেছে, শনিবার (২৮ জুন) সকালে শেফালির মরদেহ ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই মুম্বাই পুলিশের মেডিকেল ও ফরেনসিক দল তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ জানা যাবে না বলে, এটাকে রুটিন তদন্ত হিসেবেই দেখছেন তারা। যদিও কেউ ষড়যন্ত্রের সন্দেহ প্রকাশ করেনি, তারপরও পুলিশের পক্ষ থেকে সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, ফরেনসিক টিম শেফালি ও পরাগের আন্ধেরির বাড়িতে প্রমাণ সংগ্রহ করছে। অভিনেতার রাঁধুনিসহ বাড়ির কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করেছেন তারা।

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো