Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সত্যিই কি মা হচ্ছেন অঙ্কিতা!

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৭ জুন ২০২৫ ১২:১৫ | আপডেট: ২৭ জুন ২০২৫ ১২:১৭

অঙ্কিতা লোখাণ্ডে – অভিনেত্রী হিসেবে যতোটা না পরিচিত, তার চেয়েও অনেক বেশি আলোচিত তিনি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা হিসেবে। সুশান্তের মৃত্যুর পর ২০২১ সালে ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন টেলিদুনিয়ার এই অভিনেত্রী। আর বিয়ের পর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন তৈরি হয়েছে। স্বামী ভিকি জৈনের সঙ্গে বিভিন্ন রিয়ালিটি শোয়ের হাত ধরে বারবার দর্শকের দরবারে এসেছেন অঙ্কিতা। বিভিন্ন কারণে এই জুটিকে ঘিরে তৈরি হয়েছে নানা পরিস্থিতি যার সমালোচনায় মুখর হয়েছেন দর্শকও। এমনকি বিগ বসের ঘরে থাকাকালীনও অঙ্কিতার প্রেগন্যান্সির খবর চাউর হয়। তবে তা যে শুধুই গুঞ্জন তার উত্তর সময়ই বলে দিয়েছে।

বিজ্ঞাপন

এবার কি সেই গুঞ্জন সত্যি হতে চলেছে? নেটিজেনদের মনে হঠাৎ এই প্রশ্নের সঞ্চার হয়েছে। তার অন্য কোনও কারণ নেই। বরং বলা ভাল অভিনেত্রী নিজেই এবার বলে ফেলেছেন যে তিনি নাকি অন্তঃসত্ত্বা। সম্প্রতি এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ে মজা খুনসটি করতে করতে হঠাৎই দৌড়ে চলে যান সঞ্চালক আর তখনই হাসতে হাসতে হঠাৎ অঙ্কিতা বলে ওঠেন, ‘আমি দৌড়াতে পারব না। আমি অন্তঃসত্ত্বা’। আর এরপর থেকেই দর্শকমহলে শুরু হয়েছে নানা গুঞ্জন। তাহলে সত্যিই কি মা হচ্ছেন অঙ্কিতা!

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো