Thursday 11 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিলজিৎ-হানিয়া জুটি ও ‘সর্দারজি থ্রি’: বিতর্কে উত্তাল পাঞ্জাবি ইন্ডাস্ট্রি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুন ২০২৫ ১৭:১০

পাঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ বরাবরই ছিলেন তার অভিনয় ও গানের জন্য আলোচনায়। তবে এবার তিনি আলোচনায় এসেছেন এক ভিন্ন মাত্রায়— নতুন ছবি ‘সর্দারজি থ্রি’ ঘিরে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সিনেমাটি এখনো মুক্তি পায়নি, অথচ এর আগেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, চলচ্চিত্র মহলে এবং এমনকি শিল্পী সংগঠনেও।

সোমবার ছবির ফার্স্ট লুক প্রকাশ হতেই শুরু হয় সমালোচনার ঢেউ। ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের উপস্থিতি মেনে নিতে পারেননি ভারতের পশ্চিমাঞ্চলীয় চলচ্চিত্র শ্রমিকদের সংগঠন FWICE। সংগঠনটি সরাসরি দিলজিৎ দোসাঞ্জের সব কাজ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে। যদিও এ বিষয়ে দিলজিৎ এখনো মুখ খোলেননি, তবু হানিয়াকে নিয়ে প্রকাশ্যে প্রশংসা করে তিনি বুঝিয়ে দিয়েছেন তার অবস্থান।

বিজ্ঞাপন

দিলজিৎ এক সাক্ষাৎকারে বলেন— ‘হানিয়া অসম্ভব পেশাদার। শুটিংয়ে সে একেবারে নিজের মতো থাকত, আমিও তাই। যতটুকু দরকার ততটুকুই কথা হত। আমি তাকে খুব সম্মান করি।’

এই কথাগুলো দিয়েই হয়তো অনেক কিছুর উত্তর দিয়ে ফেলেছেন দিলজিৎ। অভিনয় জগতের এক নির্লিপ্ত অথচ গভীর পেশাদার সম্পর্কের দৃষ্টান্ত এ যেন।

সামাজিক মাধ্যমে একটি পোস্টে দিলজিৎ জানান, ‘যখন ছবির শুটিং হয়েছিল (ফেব্রুয়ারিতে), তখন সব কিছু ঠিকঠাকই ছিল। পরবর্তীতে যা ঘটেছে, তা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’

তিনি আরও লেখেন ‘প্রযোজকরা শুরু থেকেই জানতেন, এই ছবির ভারতে মুক্তি পাওয়া কঠিন হতে পারে। তাই আন্তর্জাতিক মুক্তির জন্য প্রস্তুতি নেয়া হয়েছিল।’

সব বিতর্ক এড়িয়ে, ২৭ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে ‘সর্দারজি থ্রি’। ভারতের দর্শকদের জন্য এই ছবি দেখা আপাতত সম্ভব হচ্ছে না। তবে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া ও অন্যান্য প্রবাসী পাঞ্জাবি অধ্যুষিত দেশে এই ছবি মুক্তির অপেক্ষায়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো