‘সাঞ্জু’: জীবনে ফিরতে চাওয়ার কাহিনী
৩০ জুন ২০১৮ ১৫:৩৬ | আপডেট: ৩০ জুন ২০১৮ ১৫:৪৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
গতকাল, শুক্রবার (২৯ জুন) মুক্তি পেয়েছে বলিউড স্টার সঞ্জয় দত্তের জীবনী নির্ভর সিনেমা ‘সাঞ্জু’। এখন পর্যন্ত বছরের সবচেয়ে অলোচিত সিনেমা এটি, আকাঙ্ক্ষিতও বটে। কারন যার জীবন নিয়ে সিনেমা, সেই জীবনের নানা রূপ। তাই সিনেমার ট্যাগলাইনটিও দেয়া হয়েছে ‘এক মানুষ…বহু জীবন’।
মুক্তির পরেই রিভিউ লেখার ধুম পড়েছে ভারতীয় গণমাধ্যমে। টাইমস অব ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, হিন্দুস্তান টাইমস ছবিটিকে রেটিং করেছে। যার সবখানেই ছবিটি ৫-এ পেয়েছে ৪.৫ গ্রেড। তাহলে বলাই যাচ্ছে ছবিটির রেটিং ভালো। শুধু রেটিং না, যারা ছবিটি দেখছেন তারাও কিন্তু প্রশংসা করছেন। সবেচেয়ে বেশি প্রশংসিত হচ্ছেন সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করা অভিনেতা রণবীর সিং।
‘সাঞ্জু’ ছবিটি দেখার পর অময় দেব রায় নামের এক সাংবাদিক লিখেছেন, ‘সঞ্জু শুধুমাত্র এক জন সেলেব্রিটি চিত্রতারকার গল্পতে থেমে থাকে না। তা হয়ে ওঠে এক ভারতীয় যুবকের জীবনযুদ্ধে ফিরতে চাওয়ার কাহিনী। হাজার প্রতিকূলতা অতিক্রম করে লড়াইয়ে টিকে থাকার গল্প। একইসঙ্গে ভীষণ ভাবে সম্পর্কের গল্পও বলে ছবিটি।’
শেষমেশ একটাই কথা বলছেন সবাই পরিচালক রাজকুমার হিরানি, প্রযোজক বিধুবিনোদ চোপড়া ও অভিনেতা সঞ্জয় দত্তের জুটি আবারও সুপারহিট।
এমনিতেই সুপারহিট বলে দেয়া হচ্ছে ছবিটিকে এমন নয় কিন্তু। বলিউড বক্স অফিস অ্যানালিষ্ট তরন আদর্শ প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে সিনেমার ব্যবসার হিসেব। তিনি টুইটে জানিয়েছেন মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি আয় করে ফেলতে পারে শত কোটি রুপি।
এরইমধ্যে ‘সাঞ্জু’ প্রথম দিনের আয়ে পেছনে ফেলেছে ‘রেস থ্রি’, ‘বাঘি টু’, ‘পদ্মাবত’-এর মতো সিনেমাগুলোকে। প্রথম দিনে ‘সাঞ্জু’র আয় প্রায় ৩৫ কোটি রুপি।
সারাবাংলা/পিএ