Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ পর্বে ১৩ ব্যান্ডের পরিবেশনা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২ জুন ২০২৫ ১৩:৫২

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদ-উল আযহা উপলক্ষে প্রচারিত হবে চার পর্বের বিশেষ ব্যান্ড শো। যেখানে গান শোনাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা। ঈদের ৩য় দিন সন্ধ্যা ৭টায় গাইবে চিরকুট। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন তারা। নাসির উদ্দিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কাজী মমরেজ মাহমুদ।

ঈদের ৪র্থ দিন বিকাল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ও সেবন্তীর উপস্থাপনায় দলগুলো অনুষ্ঠানটিতে আটটটি গান পরিবেশন করবে। ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টায় গোলাম মোর্শেদের প্রযোজনায় গান শোনাবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রক্স বে রক ব্যান্ডদল। আর্কের কণ্ঠে শোনা যাবে ‘সুইটি তুমি আর কেঁদোনা’, ‘একাকী আমি একাকী’ ও ‘যা ছিল আড়ালে পরিচয়’ গানগুলো। এছাড়াও সিম্ফনি গাইবে ‘এখনো পৃথিবীটা কী দারুণ সেজেছে’, ‘যে চোখে ছিল ভালোবাসা’, অরবিট শোনাবে ‘তুমি শুধু আমার’, ‘ওই এলোরে বান’ এবং রক্স বে রক শোনাবে ‘তুমি আমার অধরা’ গানটি।

বিজ্ঞাপন

ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭টায় আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় গাইবে ব্যান্ডদল বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস।

সারাবাংলা/এজেডএস
বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
১১ ডিসেম্বর ২০২৫ ২৩:২৭

আরো