Friday 12 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১০ম স্থানে ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১১:২৭

ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বে বায়ুদূষণে আবারও শীর্ষস্থানে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচকে জানিয়েছে, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) দাঁড়িয়েছে ৪৩৪, যা ‘দুর্যোগপূর্ণ’ মানের মধ্যে পড়ে।

বিশ্বের ১২৭টি দেশের সূচকে দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়। শহরটির স্কোর ২৫৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, যার AQI ২৪৬।

চতুর্থ স্থানে অবস্থান করছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি (স্কোর ২১৭)। আর বায়ুদূষণের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ, যেখানে সূচক নথিভুক্ত হয়েছে ১৬৭। তবে শহরভিত্তিক র‍্যাংকিংয়ে রাজধানী ঢাকার অবস্থান দশম।

বিজ্ঞাপন

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী—

০–৫০: ভালো
৫১–১০০: মাঝারি বা সহনীয়
১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর
৩০১+: দুর্যোগপূর্ণ

দিল্লির বায়ুদূষণ এদিন ৪০০-এর ঘর পেরিয়ে যাওয়ায় স্থানীয়দের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতের শুরুতে যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন ও আশপাশের অঞ্চলে ফসলের খড় পোড়ানো—সব মিলিয়ে বায়ুর মান দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

বায়ুদূষণ নিয়ে নিয়মিত সতর্কতা জারি করলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর