Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৫ ০৯:৩৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৫ ১১:০৯

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের পর থেকে রাত ৯টার মধ্যে এই বৃষ্টির প্রবণতা বেশি থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি জানায়, এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়; বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রসহ বৃষ্টির একটি সতর্কতা। এই সময়ে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। এর মধ্যে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝারি মাত্রার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, এই বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত ও আকস্মিকভাবে—স্বল্প এলাকায় হঠাৎ করে জোরে বজ্রসহ বৃষ্টি নামতে পারে, তবে এর স্থায়িত্ব দীর্ঘ হবে না। ফলে প্রতিটি জেলায় সমানভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টি সৃষ্টিকারী মেঘ দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। দিনে মেঘের ফাঁকে রোদ দেখা যেতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর