Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবুও যে কারণে বিশ্বকাপ দলে লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৬:৪০

অন্যান্য দলগুলোর পথে না হেঁটে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল অনেকটা পরে। আজ দুপুরে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ও তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। দলে আছেন অভিজ্ঞ ওপেনার লিটন দাস।

লিটন শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে বাদ পরেন কিনা তা নিয়ে আলোচনা চলছিল। কারণ চলতি বছরটাই ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন লিটন। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে প্রত্যাশা মেটাতে পারছেন না অনেকদিন হলো।

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজটা গেছে ভুলে যাওয়ার মতোই। সিরিজের প্রথম তিন ম্যাচে মোট ৪৩ বল খেলে মাত্র ৩৬ রান করেছেন লিটন। এমন পারফরম্যান্সের কারণে পরে দল থেকে বাদই পরেছেন। সেই কারণেই মূলত প্রশ্ন উঠেছিল, লিটন আদৌ বিশ্বকাপ দলে থাকছেন কিনা।

শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকপ দল দিল বাংলাদেশ। দল ঘোষণা শেষে লিটনের জায়গা পাওয়া নিয়ে ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বলেছেন, বিশ্বকাপ দলে তিন ওপেনার রাখতে চেয়েছেন তারা। লিটনের দলে থাকার বিষয়ে বিবেচনায় ছিল উইকেটকিপিং পারার বিষয়টাও।

গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘লিটনকে তৃতীয় (মূলত চতুর্থ) ম্যাচে বাদ দেওয়ার কারণ সেটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। সেজন্য ওই বিশেষ ম্যাচের জন্য আমাদের এ সিদ্ধান্ত নিতে হয়েছিল। লিটন কেবল ওপেনারই নয়, তার বিষয়টা তুললে উইকেটকিপিং সামর্থ্যের কথাও চলে আসে। আমাদের দুটো উইকেটকিপার নিয়ে যেতেই হবে। ওপেনিংয়ে হয়তো তার পরিবর্তে রিপ্লেস করতে পারছি। কিন্তু আমাদের কিপিং নিয়েও ভাবতে হয়েছে।’

এক্ষেত্রে লিটনের পাশাপাশি এনামুল হক বিজয়ের কথাও ভেবেছিলেন নির্বাচকরা। কিন্তু অভিজ্ঞতার কথা চিন্তা করে শেষ পর্যন্ত লিটনকেই বেছে নিয়েছেন তারা বলেছেন গাজী আশরাফ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এক্ষেত্রে আবার আমরা এনামুল হক বিজয়কে নিয়েও আলোচনা করেছিলাম। তবে ফর্মহীন থাকার পরও আমাদের লিটনের ওপর আস্থা রাখতে হয়েছে। কারণ তাকে নিয়ে কাজ করা হচ্ছে এবং দুটো ম্যাচ যে তিনি খেলেননি সে সময়ও তার আস্থার জায়গা কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই চেষ্টা করে যাচ্ছেন কোচিং স্টাফরা। কতটুকু উন্নতি হয়েছে সেটা তো বলা যায় না। তবে বল বাছাই ও শট খেলার দিক থেকে তাকে আরও দৃঢ় করার জন্য কোচরা কাজ করছেন।’

লিটনের অফ ফর্মের কারণে তার বিকল্প হিসেবে জিম্বাবুয়ে সিরিজে উইকেটরক্ষক হিসেবে জাকের আলী অনিককে দায়িত্ব সেট করার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। পুরো সিরিজেই উইকেটের পেছনে ছিলেন অনিক। নিজের কাজটা বেশ ভালোই সামলেছেন তরুণ মিডল অর্ডার ব্যাটার। বিশ্বকাপে একাদশ নির্বাচনের ক্ষেত্রে বিষয়টি নিশ্চয় স্বস্তি দেবে টিম ম্যানেজমেন্টকে।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ লিটন দাস

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর