বিশ্বকাপ ব্যর্থতায় ‘জেরা’ নয়, আলোচনা করবে বিসিবি
৪ ডিসেম্বর ২০২৩ ১০:৩৮
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার কারণ খুঁজতে টুর্নামেন্ট শেষ হওয়ার পরেই বিশেষ কমিটি গঠন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন সদস্য বিশিষ্ট এই কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে রোববার (৩ ডিসেম্বর) থেকে। প্রথম দিনে তাদের সঙ্গে আলোচনায় বসেন ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার ও দুই ক্রিকেটার লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।
ভারতের মাটিতে অনেক প্রত্যাশা নিয়েই বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন সাকিব-মিরাজরা। তবে এবারের বিশ্বকাপটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। ২০০৩ বিশ্বকাপের পর এটিই ছিল বাংলাদেশের সবচেয়ে বাজে পারফরম্যান্স। ৯ ম্যাচের মাত্র দুটিতে জিতে ৮তম অবস্থানে শেষ করে কোনরকমে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। দলের এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করতে গত ২৯ নভেম্বর তিন পরিচালক এনায়েত হোসাইন সিরাজ, মাহবুবুল আনাম ও আকরাম খানকে নিয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করে বিসিবি।
গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কমিটির কার্যক্রম। প্রথমেই কথা বলার জন্য ডাকা হয়েছিল দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশারকে। এরপর কমিটির সাথে দেখা করতে আসেন মুস্তাফিজ ও লিটন।
তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত না জানালেও এনায়েত হোসাইন বলেন, ‘জেরা’ নয়, ক্রিকেট দলের সাথে বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে খোলামেলা আলোচনাই তাদের লক্ষ্য, ‘আমরা সবার সাথেই আলোচনা করছি। এটা কোনো জেরা নয়। বিশ্বকাপে আমরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমরা সবার সঙ্গে এজন্যই আলোচনা করছি যেন ভবিষ্যতে আমরা আরও ভালো করতে পারি। আমরা প্রাথমিক কার্যক্রম শুরু করেছি। হাথুরুসিংহে ও সাকিবের সঙ্গে কবে বসবো সেটা এখনো ঠিক হয়নি। সবকিছু শেষ হলে সবাইকেই বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এই সিরিজে আছেন বিশ্বকাপে খেলা অনেক সদস্যই। তাই সিরিজ শেষ হওয়ার পরেই বাকিদের সাথে আলোচনায় বসবে কমিটি।
সারাবাংলা/এফএম/এসএস