Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের একটা কঠিন ম্যাচের প্রয়োজন ছিল: বুমরাহ

স্পোর্টস ডেস্ক
৩০ অক্টোবর ২০২৩ ১৩:০৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে শুরুর ধাক্কা কাটিয়ে অনেকটা সহজেই জয় পেয়েছিল ভারত। এরপর আর কোনো ম্যাচেই বলতে গেলে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়নি তাদের। ষষ্ঠ ম্যাচে এসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হলো ফেভারিট ভারতকে। তবে ব্যাটিং ব্যর্থতার পর বোলাররা দারুণভাবে রক্ষা করল রোহিতদের। মাত্র ২২৯ রানের পুঁজি নিয়েও ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে টুর্নামেন্টে এখনো অপরাজিত ভারত।

বিজ্ঞাপন

আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও দারুণ বল করেছেন ভারতের বোলাররা। মোহাম্মদ শামি আর জাসপ্রিত বুমরাহর পেসের দাপটে চুপসে গেছে ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। ম্যাচে দারুণ বোলিং করা জাসপ্রিত বুমরাহ বলেছেন, সেমির আগে এমন কঠিন একটা ম্যাচ ভারতের দরকার ছিল।

প্রথম ম্যাচ থেকে শুরু করে পঞ্চম ম্যাচ পর্যন্ত প্রতিটি ম্যাচেই রান তাড়া করে জয় পেয়েছে ভারত। কাল ইংল্যান্ডের বিপক্ষেই প্রথমবার টসে হেরে ব্যাটিং নেমেছিলেন রোহিতরা। ইংলিশদের বোলিং দাপটে রোহিত আর শেষের দিকে সূর্যকুমার যাদব ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। রোহিতের ৮৭ রান আর সূর্যকুমারের ৪৯ রানের সুবাদে মাত্র ২২৯ রানের পুঁজি পায় ভারত।

ম্যাচে ইনিংস বিরতিতে মনে হচ্ছিল, সহজ জয়েই ভারতকে টুর্নামেন্টের প্রথম হার উপহার দিতে পারে ইংল্যান্ড। তবে বোলিংয়ে নেমে বুমরাহ-শামির রুদ্রমূর্তি দেখেছেন ইংলিশ ব্যাটাররা। দুই পেসার মিলে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে রীতিমতো ছিঁড়েখুঁড়ে ফেলেছেন। দুর্দান্ত বোলিংয়ে এত অল্প পুঁজিতেও ১০০ রানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে ভারত।

ইংল্যান্ড ম্যাচে ব্যাটারদের যে পরীক্ষা দিতে হয়েছে সেটার প্রয়োজন ছিল বলে মনে করছেন বুমরাহ। তিনি বলেন, ‘এরকম একটা ম্যাচ আসলেও দরকার ছিল। আমরা প্রতিবারই আগে ফিল্ডিং করেছি। আমরা আজ যে চাপে পড়েছিলাম সেটার প্রয়োজন ছিল। খুব দ্রুত আমরা উইকেট হারিয়েছি, রানও অনেক কম উঠেছে। তবে আমরা বোলিং দিয়ে যেভাবে ম্যাচে ফিরেছি, তা অসাধারণ। এমন জয়ে দলের সবাই দারুণ খুশি।’

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের ধসটা শুরু হয়েছিল পঞ্চম ওভারে বুমরাহর পরপর দুই বলে দুই উইকেট তুলে নেওয়ার মাধ্যমে। এর পরের দুটি উইকেট আবার তুলে নেন শামি। আগের ম্যাচে ৫ উইকেট পাওয়া শামি গতকাল দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে তুলে নেন ইংল্যান্ডের ৪ উইকেট। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো বল করে আসা বুমরাহ ইংল্যান্ডের বিপক্ষেও নিয়েছেন ৩ উইকেট।

বিজ্ঞাপন

দুর্দান্ত ফর্মে থাকা শামির প্রশংসায় পঞ্চমুখ বুমরাহ, ‘সে দুর্দান্ত একজন বোলার। অন্যতম সেরাদের একজন। সে সবসময়ই আড়ালে থেকে নিজের কাজটা করে যায়। টেস্ট ম্যাচে আমরা দুজন জুটি বেঁধে বল করেছি বহুবার। এটা আমি খুবই উপভোগ করি। তার ফর্মটা নিয়ে আমরা সবাই অনেক বেশি আনন্দিত।’

বোলারদের দাপটে শেষ পর্যন্ত ইংল্যান্ডও বিধ্বস্ত হলো ভারতের সঙ্গে। গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা আর নেদারল্যান্ডস। এই বিশ্বকাপে শেষ পর্যন্ত ভারতের অপরাজিত থাকার ধারাটা ভাঙতে পারবে তাদের কেউ?

য়ানডে বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে এবারের বিশ্বকাপ।

সারাবাংলা/এফএম/টিআর

ইংল্যান্ড ক্রিকেট দল ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ জাসপ্রিত বুমরাহ ভারত ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর