Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজের অফফর্ম প্রসঙ্গে যা বললেন লিটন

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ সেপ্টেম্বর ২০২৩ ২০:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৫

অনেকদিন ধরেই রানখরায় ভুগছেন লিটন কুমার দাস। চলতি বছর ১৫ ওয়ানডে খেলে লিটন মোট রান করেছেন ৩৩২। গড় ২৫.৫৩, স্ট্রাইকরেট ৮৯.৯৭। সর্বশেষ ৯ ইনিংসে ফিফটি মাত্র একটা। শুধু আন্তর্জাতিক ওয়ানডে নয়, কানাডা ও শ্রীলংকায় ফ্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলতে গিয়েও রান পাননি লিটন। স্ট্যাইলিশ ব্যাটার বলেছেন, ফর্মে ফিরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন লিটন। লিটন আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এলে স্বাভাবিকভাবেই উঠল তার অফফর্ম প্রসঙ্গ।

বিজ্ঞাপন

জবাবে ডানহাতি টপ অর্ডার ব্যাটার বলেছেন, ‘আমি চেষ্টা করছি, প্র্যাকটিস করছি, কীভাবে সমস্যার সমাধান করা যায়। আশা করছি, তাড়াতাড়ি কামব্যাক করতে পারব।’ আত্মবিশ্বাসর ঘাটতিতে ভুগছেন কি না, এমন প্রশ্ন করা হলে লিটন বলেছেন, ‘আত্মবিশ্বাসের বিষয় না। প্র্যাকটিস করছি, দেখা যাক কী করতে পারি।’

তবে ফর্মে ফিরতে বাড়তি অনুশীলন করার যে সুযোগ পাচ্ছেন না সেটাও স্মরণ করিয়ে দিতে চাইলেন লিটন। টানা খেলার মধ্যে আছেন। নিউজিল্যান্ড সিরিজের আগে অনুশীলনের একটা সুযোগ ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে সেই সুযোগটাও হাতছাড়া।

বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেছেন, ‘কাজ করার তো সুযোগ নেই। যা করার মানসিকভাবে করতে হয়েছে, মাইন্ড গেম খেলতে হয়েছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকনিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছুদিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতটুকু প্র্যাকটিস করতে পারব। হয়তো প্র্যাকটিস ছাড়াই মূল ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা।’

বিজ্ঞাপন

অধিনায়ক হিসেবে ম্যাচ জেতার জন্যই মাঠে নামবেন জানিয়েছেন লিটন, ‘আমি যখন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছি আমার প্রথম কাজ ম্যাচ জেতা। সবার এই লক্ষ্যই থাকে। দিন শেষে ১০০ করলে বা ৫ উইকেটে পেয়ে ম্যাচ না জিতলে এটার মূল্য থাকে না। সব খেলোয়াড়কে পারফর্ম করতে চাইবে। একদিনে সবাই পারফর্ম করবে না, হয়তো দু–একজন করবে। এটাই ক্রিকেট, এটাই হয়ে আসছে, সামনেও এটাই হবে। সবাই চেষ্টা করবে, যার কপাল থাকবে, দিন থাকবে, সে ভালো করবে। মূল লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’

বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি। অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি‘তেও দেখা যাবে সিরিজের সবগুলো ম্যাচ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর