লিটনের এশিয়া কাপ যাত্রার খবর জানেন না পাপন
৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩১ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩২
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেল এশিয়া কাপে অংশগ্রহণ করতে রাতেই উড়াল দিচ্ছেন ওপেনার লিটন দাস। তবে লিটন দাস যে এশিয়া কাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন সে ব্যাপারে কিছুই জানেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
লিটনের এশিয়া কাপে অংশগ্রহণের ব্যাপারটি যে তিনি জানেন না তা নিজেই জানিয়েছেন সাংবাদিকদের। সোমবার সাংবাদিকদের সামনে পাপন জানান, লিটনের সঙ্গে তার প্রতিনিয়তই কথা হয় তবে এশিয়া কাপে খেলতে যাওয়ার ব্যাপারটি তাকে জানানো হয়নি। এমনকি নির্বাচকদের সঙ্গে কথা হলেও বিসিবি বসকে এ ব্যাপারে কেউই কিছু জানাননি।
রাতে ফ্লাইট, এশিয়া কাপ খেলতে যাচ্ছেন লিটন
পাপন বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমার জানা নেই যে ও (লিটন দাস) আজকে যাচ্ছে। লিটন যে যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম, আমার সঙ্গে ওর (লিটন দাস) প্রায়ই কথা হয়। লিটনের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছি তবে সে যে যাচ্ছে এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমার মনে হয় না ও যাচ্ছে। কারণ গেলে তো আমি জানতাম।’
কেবল লিটন দাসের সঙ্গে নয় বিসিবি সভাপতির সঙ্গে নির্বাচকমণ্ডলীর কথাও হয়েছে। তবে তাদের কেউই তাকে এই ব্যাপারে কিছু জানাননি। পাকিস্তানে অবস্থান করা বাংলাদেশের দলের অধিনায়ক সাকিব আল হাসান, প্রধান কোচ হাথুরুসিংহ, নির্বাচক আব্দুর রাজ্জাক এবং বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গেও কথা হয়েছে পাপনের। কিন্তু তারাও তাকে কিছু জানাননি।
এ ব্যাপারে পাপন বলেন, ‘আমার সঙ্গে তো আমাদের নির্বাচকদেরও দেখা হয়েছে কিন্তু ওরাও তো কিছুই বলেনি। আজই অধিনায়ক (সাকিব), কোচ (হাথুরুসিংহে), নির্বাচক রাজ্জাক এবং জালাল ইউনুসের সঙ্গে কথা হয়েছে কিন্তু তারা কেউই আমাকে কিছু বলেনি। আমি জানি না, এটা আমার কাছে নতুন লাগছে।’
বিসিবি সভাপতি না জানলেও, বিসিবি সূত্র জানাচ্ছে সোমবার রাত ৯টায় কাতার এয়ারওয়েজে লিটনের ফ্লাইট ঠিক করা হয়েছে। কাতারের দোহা থেকে তিনি ধরবেন লাহোরের ফ্লাইট। মঙ্গলবার দলের সঙ্গে যুক্ত হবেন এই তারকা।
সারাবাংলা/এসএস