লিটনকে দেশে রেখে এশিয়া কাপ খেলতে উড়াল দিল বাংলাদেশ দল
২৭ আগস্ট ২০২৩ ১৩:৩০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ ১৩:৩৪
এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ দুপুরে শ্রীলংকার বিমান ধরেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। এদিকে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার কারণে দলের সঙ্গে শ্রীলংকায় উড়াল দিতে পারেননি তারকা ব্যাটার লিটন কুমার দাস।
সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দিবেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘লিটনের জ্বর। তবে গুরুত্বর নয়। তার সব টেস্টের রেজাল্টই ভালো এসেছে। সুস্থ হলেই দলের সঙ্গে যোগ দেবে।’ সম্ভব হলে আগামীকালই দলের যোগ দিবেন লিটন।
আজ রোববার (২৭ আগস্ট) দুপুরে শ্রীলংকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তারকা পেসার তাসকিন আহমেদ। এশিয়া কাপের ফাইনাল খেলার টার্গেটের কথা জানিয়েছেন তাসকিন।
তারকা পেসার বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি।’
দলের সবাই সেরা ক্রিকেট খেললে বাংলাদেশ চ্যাম্পিয়নও হতে পারে বললেন তাসকিন, ‘চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। মূল জিনিসটা হচ্ছে, ভালো ক্রিকেট খেলা। সামনে যেহেতু বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। দোয়া করবেন, সবাই যেন নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি।’
৩০ আগস্ট মাঠে গড়াবে এবারের এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ তারিখে, প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলংকা।
সারাবাংলা/এসএইচএস