Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটন ঝড়ে বাংলাদেশের বিশাল সংগ্রহ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৩ ১৭:০৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৭:২৬

টসের পর বৃষ্টি হানা দিয়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিতে। প্রায় ঘণ্টা দেড়ের পর বৃষ্টি থামলে যখন খেলা শুরু হলো তখন ব্যাট হাতে রীতিমতো ঝড় তুললেন বাংলাদেশি ব্যাটাররা। ওপেনিংয়ে বিধ্বংসী ব্যাটিং করেছেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। পরে দাপুটে রান তুলেছেন সাকিব আল হাসানও। সব মিলিয়ে বিশাল স্কোর গড়েছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ওভার কমিয়ে ম্যচের দৈর্ঘ্য ১৭ ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাটিং করতে নামা বাংলাদেশ ১৭ ওভারেই তুলেছে ২০২ রান। ৪১ বলে সর্বোচ্চ ৮৩ রান করার পথে দেশের পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন লিটন দাস। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে ব্যাটিংয়ে নামতে তারপরও ঘণ্টা দুইয়ের অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। টসের পরপরই হানা দেয় বৃষ্টি। দুই দফা বৃষ্টি শেষে ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ১৭ ওভারে।

কার্টেল ওভারের ম্যাচে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করতে চেয়েছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। লিটন রীতিমতো বিধ্বংসী রূপই ধারন করেছিলেন। মাত্র ১৮ বলে ফিফটি পূর্ণ করেন লিটন। যা টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড। দ্রুততম ফিফটি পূর্ণ করতে লিটন চার মেরেছেন ৫টি, ছক্কা ৩টি।

ফিফটির পরও যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল সেঞ্চুরিও হয়ে যেতে পারে লিটনের। কিন্তু হঠাৎ করেই বেন হোয়াইটের একটা ওয়াইড বলকে তাড়া করতে গিয়ে সেই সম্ভবনা শেষ করে দিয়েছেন নিজেই। উইকেটের পেছনে ধরা পরার আগে ৪১ বলে ৮৩ রান করেছেন লিটন। চার মেরেছেন ১০টি, ছক্কা ৩টি।

বিজ্ঞাপন

তার আগে ২৩ বলে ৩টি চার ২টি ছয়ে ৪৪ রান করে ফেরেন অপর ওপেনার রনি তালুকদার। দুই ওপেনারের গতিতে অবশ্য পরে রান তুলতে পারেনি বাংলাদেশ। তবে সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়রা মাঝের ওভারগুলোতে বেশ দারুণ ব্যাটিংই করেছেন।

নির্ধারিত ১৭ ওভারে ২০২ রানে থেমেছে বাংলাদেশ। সাকিব তখন ৩ চার ২ ছয়ে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন। তৌহিদ হৃদয় ১৩ বলে ৩টি চার ১টি ছয়ে ২৪ রান করেন।

সারাবাংলা/এসএইচএস

টপ নিউজ বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ লিটন দাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর