বিধ্বংসী ব্যাটিংয়ে লিটনের দ্রুততম ফিফটির রেকর্ড
২৯ মার্চ ২০২৩ ১৬:০৮ | আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৬:২১
চট্টগ্রামে বৃষ্টি বারবার বিলম্বিত করছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচকে। তবে বৃষ্টি থামতেই ব্যাট হাতে ঝড় তুলেছেন লিটন কুমার দাস। লিটনের ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড আইরিশ বোলিং লাইনআপ। বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন লিটন।
বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মাত্র ১৮ বলে ফিফটি করেছেন লিটন। দেশের পক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে যা দ্রুততম ফিফটির রেকর্ড। আগের রেকর্ডটি ছিল মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে টসের পরপরই বৃষ্টির হানা। প্রায় ঘণ্টা দেড়েক পর দুই দফার বৃষ্টি থামলে ওভার কমিয়ে ম্যাচের দৈর্ঘ্য হয় ১৭ ওভার। ম্যাচের শুরু থেকেই আইরিশ বোলারদের স্রেফ তুলধুনো করতে চেয়েছেন লিটন দাস ও রনি তালুকদারকে নিয়ে গড়া বাংলাদেশের ওপেনিং জুটি।
লিটন রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করেন। মুখোমুখি ১৮তম বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেছেন লিটন। ফিফটি পূর্ণ করতে চার মেরেছেন ৫টি, ছক্কা ৩টি।
দ্রুততম ফিফটির রেকর্ড গড়ার পরও থামেননি লিটন। ৮ ওভার শেষে বাংলাদেশের রান ১০৮। লিটন ২৮ বলে ৬৪ রানে অপরাজিত। অপর প্রান্তে রনি তালুকদার ২০ বলে ৪১ রানে অপরাজিত।
সারাবাংলা/এসএইচএস