করাচিতে বাবর ঝলক, মেলবোর্নে গ্রিনের
২৬ ডিসেম্বর ২০২২ ২৩:২৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ২৩:৩২
নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৮ রানেই তিন উইকেট হারিয়ে করাচি টেস্টে শুরুতেই বিপদে পরেছিল পাকিস্তান। তবে বাবর আজম তারপর দলকে বিপদ কাটিয়ে তুলেছেন দারুণভাবে। অনেকদিন পর টেস্ট দলে ফেরা সরফরাজ আহমেদকে নিয়ে ১৯৬ রানের দুর্দান্ত এক জুটি গড়ে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া বাবর একটা রেকর্ডও গড়েছেন। ওদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
কদিন আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাজেভাবে সিরিজ হেরেছে পাকিস্তান। করাচিতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ৪৮ রানে তৃতীয় উইকেট হারালে ইংল্যান্ড সিরিজের ব্যর্থতার কথাই মনে হচ্ছিল। তবে বাবর পাকিস্তানের হয়ে ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। দারুণ সঙ্গ দিয়েছেন সরফরাজও।
২০১৯ সালের জানুয়ারির পর টেস্ট খেলতে নামা সরফরাজ অবশ্য সেঞ্চুরি মিসের হতাশা নিয়ে আউট হয়েছেন। তবে অপর দিকে দুর্দান্ত এক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন বাবর। প্রথম ঘণ্টাতেই দুই উইকেট হারায় পাকিস্তান। টার্নের বিপক্ষে নাকচ করে খেলতে গিয়ে এজাজ প্যাটেলের বল মিস করে স্টাম্পিং হয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক। খানিক বাদে মাইকেল ব্রেসওয়েলের বিপক্ষে শান মাসুদও ফিরেছেন ঠিক সেই একই ভাবে। ইমাম-উল-হক দলীয় ৪৮ রানের মাথায় ব্রেসওয়লকে তুলে মারতে গিয়ে মিড অফে ক্যাচ দিয়েছেন।
তারপর সৌদ শাকিলের সঙ্গে ৬২ রানের জুটি গড়েছিলেন বাবর আজম। মধ্যাহ্ন বিরতির আগেই ২২ রানে করে আউট হয়ে যান সেই শাকিলও। তার পর থেকেই বাবর-সরফরাজ প্রতিরোধ। পঞ্চম উইকেটে ১৯৬ রানের জুড়ি গড়ে চাপ কাটিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়েছেন দুজন।
দারুণ খেলতে থাকা সরফরাজ সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন। কিন্তু ব্যক্তিগত ৮৬ রানে মাথায় এজাজ প্যাটেলের বাইরের বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। ৮৬ রান করতে ১৫৩ বল খেলে চার মেরেছেন ৬টি।
বাবর ২৭৭ বল খেলে ১৫টি চার ১টি ছয়ের সাহায্যে ১৬১ রান করে অপরাজিত। টেস্টে এ নিয়ে দ্বিতীয়বার দেড়শোর্ধ্ব ইনিংস খেললেন বাবর। এই ইনিংস খেলার পথে মোহাম্মদ ইউসুফকে (২৪৩৫) ছাড়িয়ে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন বাবর। জো রুটকে (১০৯৮) ছাড়িয়ে এ বছর সর্বোচ্চ টেস্ট রান তোলার রেকর্ডও নিজের করে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
মেলবোর্নে বোলিং ভেল্কি দেখিয়েছেন ক্যামেরন গ্রিন। এবারের আইপিএল নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল। শেষ পর্যন্ত ১৭ কোটি ৫০ লাখ রুপিতে গ্রিনকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ঝড়ো ব্যাটিংয়ে পারদর্শী বলেই গ্রিনের পেছনে টাকার বস্তা নিয়ে ছুটেছে দলগুলো। তবে মেলবোর্ন টেস্টে গ্রিন ঝলক দেখালেন বল হাতে।
১০.৪ ওভার বোলিং করে মাত্র ২৭ রান খরচ করে দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট তুলে নিয়েছেন। গ্রিনের নিয়ন্ত্রিত পেসে প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন মার্কো জ্যানসন। ৫২ রান করেছেন কাইল ভেরেইন। অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক।
সারাবাংলা/এসএইচএস